কেট মিডলটনের সঙ্গে রজার ফেদেরার
কেট মিডলটনের সঙ্গে রজার ফেদেরার

ফেদেরার ও মিডলটন যখন বল বয় ও গার্ল

রজার ফেদেরারের অবসরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল ভিডিওটা। সুইজারল্যান্ডের বাসেলে এটিপি ট্যুরের একটি টুর্নামেন্টে বল বয় হিসেবে কাজ করছিলেন টেনিস কিংবদন্তি।

‘একসময়ের বল বয়, সব সময়ের বল বয়’—নিজেকে নিয়ে এমন ভাবেন ফেদেরার। এক দিনের জন্য ফেদেরার যেন সেই সময়ে ফিরে যাওয়ার সুযোগ পেলেন। সেটিও উইম্বলডনে।

বল বল ও গার্লদের সঙ্গে কথা বলছেন মিডলটন ও ফেদেরার

আর উইম্বলডনে বল বয় ও গার্ল হিসেবে কাজ করতে যাওয়া কিশোর-কিশোরীরা পেল স্মরণীয় এক মুহূর্ত। ফেদেরারের সঙ্গে এসেছিলেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। যিনি অল ইংল্যান্ড টেনিস ক্লাবের পৃষ্ঠপোষকও।

বল গার্ল ও বয়ের ভূমিকায় দুজন

এ দুজনের কাটানো সময় নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে উইম্বলডন। তাতে দেখা যায়, দুজন টেনিসও খেলেছেন ডাবলস ম্যাচে।

উইম্বলডনের আটবারের চ্যাম্পিয়ন ফেদেরারকে সার্ভ করতে দেখা যায় মিডলটনকে। তাঁর সার্ভের প্রশংসাও করেন ফেদেরার।

যেভাবে ছুঁড়তে হয় বল!

যদিও এ ইভেন্টের কেন্দ্রবিন্দুতে ছিল বল বয় আর গার্লরা। মলি নামের একজনের কাছ থেকে বল গার্ল হিসেবে কাজ করার ব্যাপারে টিপসও নিতে দেখা যায় মিডলটনকে। অবশ্য সুযোগটা ব্রিটিশ রাজপরিবারের এ সদস্য সহজে ছাড়েননি। ফেদেরারের কাছ থেকে টেনিসের ব্যাপারেও টিপস নিয়েছেন তিনি।

টেনিস কোর্টেই নেমে পড়েছিলেন মিডলটন

টেনিসে বল বয় ও গার্লরা দারুণ গুরুত্বপূর্ণ একটি অংশ খেলার ছন্দ ধরে রাখতে। সে ভিডিওতে মলিকে বলতে শোনা যায়, এবার এ কাজের জন্য ১ হাজারের ওপর আবেদন জমা পড়েছিল। সেখান থেকে অল ইংল্যান্ড টেনিস ক্লাব বেছে নিয়েছে ৩০০ জনকে।

বল গার্লের কাছ থেকে টিপস নিচ্ছেন ফেদেরার

বল বয় ও গার্লদের আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হয়। তেমনই একটি ইনডোর ট্রেনিং ফ্যাসিলিটিসও ঘুরে দেখেন ফেদেরার ও মিডলটন।

আগামীকাল শুরু হবে উইম্বলডনের বাছাইপর্ব। মূল পর্ব শুরু হবে ৩ জুলাই।