তিউনিসিয়ান তারকা উনস জাবির
তিউনিসিয়ান তারকা উনস জাবির

ফ্রেঞ্চ ওপেন

মেয়েদের ম্যাচের টিকিট ফেরতের খবরে হতাশ জাবের

ফ্রেঞ্চ ওপেনে রাতের সেশনে মেয়েদের ম্যাচ কম কেন, সেটি নিয়ে বিতর্ক কম হচ্ছে না। এবার রোলাঁ গারোতে প্রথম সাত দিনে রাতের ম্যাচ ছিল শুধু পুরুষ বিভাগেই। অষ্টম দিনে এসে আজ রাতে প্রথম মেয়েদের ম্যাচ হবে রাতের সেশনে। কিন্তু বিতর্ক শুরু হয়েছে সেটি নিয়েও। যাঁরা অগ্রিম টিকিট কিনে রেখেছিলেন, তাঁরা নাকি আজকের ম্যাচের টিকিট ফেরত দিচ্ছেন, অনেকে বিক্রিও করে দিচ্ছেন নিজের টিকিট! আর সেই খবর শুনে খেপেছেন সময়ের অন্যতম সেরা নারী টেনিস খেলোয়াড় উনস জাবির। মেয়েদের ম্যাচ মানেই ‘বাজে ম্যাচ’ এমন ধারণা থেকে দর্শকের বের হতে অনুরোধ করেছেন তিউনিসিয়ান তারকা।

এবারের ফ্রেঞ্চ ওপেনে রাতে ম্যাচ হচ্ছে শুধু ফিলিপে শাতরিয়ের কোর্টেই। আজ সেই কোর্টে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কা ও মার্কিন তারকা স্লোন স্টিভেনস।

সময় এসেছে দৃষ্টিভঙ্গি বদলানোর। আমি জানি মানুষজন মেয়েদের ম্যাচ খুব একটা দেখেন না, তাঁরা ধরেই নেন খুব বাজে খেলা হবে। তবে এটি ঠিক নয়, দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচেরও অভাব নেই।
উনস জাবির, টেনিস তারকা

নারী একক জয়ের অন্যতম দুই ফেবারিটের ম্যাচ দেখতে কেন পুরো গ্যালারি পূর্ণ থাকবে না, সেটিই বুঝতে পারছেন না জাবের। গত বছর উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে ওঠা জাবের মেয়েদের টেনিস নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে অনুরোধ করেছেন সবাইকে, ‘সময় এসেছে দৃষ্টিভঙ্গি বদলানোর। আমি জানি মানুষজন মেয়েদের ম্যাচ খুব একটা দেখেন না, তাঁরা ধরেই নেন খুব বাজে খেলা হবে। তবে এটি ঠিক নয়, দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচেরও অভাব নেই।’

মেয়েদের ম্যাচ দেখার পরই তা নিয়ে তুল্যমূল্য বিচার করতে অনুরোধ করেছেন জাবের, ‘মেয়েরা অনুশীলন করছে, খেলছে অসাধারণ সব ম্যাচ। মেয়েদের ম্যাচ কেমন হয়, সেটি না দেখে আপনি কীভাবে বিচার করেন? আশা করছি এই মানসিকতা বদলাবে ও মেয়েদের টেনিসকে আরও ওপরে তুলবে। কারণ, আমরা আসলেই অনেক চেষ্টা করে যাচ্ছি। ট্যুরে আমাদের অনেক ত্যাগ শিকার করতে হয়, যেটি ছেলেদের করতে হয় না।’

বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কা চতুর্থ রাউন্ডে আজ খেলবেন মার্কিন খেলোয়াড় স্লোন স্টিভেনসের বিপক্ষে

সাধারণত অন্যান্য গ্র্যান্ড স্লামে রাতের পালায় দুটি করে ম্যাচ হয়, কিন্তু ফ্রেঞ্চ ওপেনে রাতে খেলা হয় একটি। জাবের প্রশ্ন তুলেছেন এটি নিয়েও, ‘আমি অস্ট্রেলিয়ায় গভীর রাতে খেলেছি, ইউএস ওপেনেও এমন অভিজ্ঞতা আছে। খুব যে ভালো কিছু হবে সেটি বলছি না, তবে দুটি ম্যাচ তো রাখাই যায়। দুটি ম্যাচ খেলার জন্য তারা রাতের পালাটা একটু আগেভাগে শুরু করতে পারে। আমি বুঝি ছেলেদের পাঁচ সেটের ম্যাচের জন্যই এমন কিছু করা কঠিন। তবে অন্য গ্র্যান্ড স্লামগুলোতে তো এমনটা হয়।’

পরশু ওলগা দানিলোভিচকে ৪-৬, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন জাবের। বাছাইপর্ব পেরিয়ে আসা সার্ব প্রতিপক্ষকে হারাতে কেন কষ্ট করতে হলো এই প্রশ্নের জবাবে জাবের বলেন এটি এমন একটা বিষয়, যেটি ‘পুরুষেরা কখনোই বুঝতে পারবে না’, ‘মেয়ে হওয়া খুবই কঠিন। এটা নির্ভর করে মাসে আপনি কতগুলো দিন পাচ্ছেন, মাঝেমধ্যে আপনাকে মানিয়ে নিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে এবার আমি খুব বেশি দিন সময় পাইনি।