ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ

ইউএস ওপেন

ফেদেরারের রেকর্ড ছুঁয়ে দ্বিতীয় রাউন্ডে বন্ধুর মুখোমুখি জোকোভিচ

রজার ফেদেরারের রেকর্ড ছুঁয়েই ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অভিযান শুরু করলেন নোভাক জোকোভিচ। বাংলাদেশ সময় আজ সকালে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মলদোভার রাদু আলবোতকে ৬-২, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ান তারকা।

এই জয়টি ইউএস ওপেনে জোকোভিচের ৮৯তম জয়। ফেদেরারও ইউএস ওপেনে জিতেছেন ৮৯ ম্যাচ। এই দুজনের চেয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লামের পুরুষ এককে বেশি ম্যাচ জিতেছেন মাত্রই একজন—যুক্তরাষ্ট্রের সাবেক তারকা জিমি কনর্স (৯৮)।

৩৭ বছর বয়সী জোকোভিচ আর্থার অ্যাশ স্টেডিয়ামে বিশ্বের ১৩৮ নম্বর খেলোয়াড় আলবোতকে হারাতে সময় নিয়েছেন ২ ঘণ্টা ৭ মিনিট। এই নিয়ে ফ্ল্যাশিং মিডোতে ১৮ বার খেলতে এসে ১৮ বারই প্রথম রাউন্ড পেরোলেন গ্র্যান্ড স্লাম জয়ে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। ইউএস ওপেনের চারবারের চ্যাম্পিয়ন তৃতীয় রাউন্ডের আগে কখনোই বিদায় নেননি নিউইয়র্কের এই টুর্নামেন্ট থেকে।

দ্বিতীয় রাউন্ডে স্বদেশি বন্ধু লাসলো দিয়েরের বিপক্ষে খেলবেন জোকোভিচ

দ্বিতীয় রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন বন্ধু লাসলো দিয়েরেকে। জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রাফকে ৬-৭ (৭/৯), ৬-১, ৬-৭ (৭/৯), ৬-৪, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দিয়েরে।

এ বছর এখনো একটিও গ্র্যান্ড স্লাম না জেতা জোকোভিচ প্রথম রাউন্ড পেরোনোর পর বললেন এত সহজে জিতবেন ভাবেননি তিনি, ‘শুরুটা তো সব সময়ই চ্যালেঞ্জিং হয়। আর আমি তো এই সারফেসে (হার্ড কোর্ট) পাঁচ-ছয় মাস খেলিনি। অলিম্পিকে ক্লে কোর্টে খেলার পর এখানে খেলতে এলাম। ইউএস ওপেনের আগে কোনো আনুষ্ঠানিক ম্যাচও খেলিনি। তাই আশঙ্কা করেছিলাম হয়তো শুরুর দিকে চ্যালেঞ্জের মুখে পড়ব।’

দ্বিতীয় রাউন্ডে উঠেছেন মেয়েদের বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন কোকো গফও

জোকোভিচের দিনে বলার মতো কোনো অঘটন দেখেনি ইউএস ওপেন। দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন কাসপার রুড, টেলর ফ্রিটজ, লরেনৎসো মুসেত্তি, আলেকসান্দর জভেরেভে ও আন্দ্রেই রুবলেভ। মেয়েদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন কোকো গফ ও আরিনা সাবালেঙ্কার মতো তারকাও উঠেছেন দ্বিতীয় রাউন্ডে