ফাইনাল নিশ্চিত করে আলকারাজের উদ্‌যাপন
ফাইনাল নিশ্চিত করে আলকারাজের উদ্‌যাপন

উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপার সামনে আলকারাজ

ম্যাচটা শেষ হতেই তাৎক্ষণিক উদ্‌যাপন সেরে নিলেন কার্লোস আলকারাজ। একটু পর তালি দিয়ে জবাব দিলেন দর্শকদের অভিবাদনেরও। এরপরও উইম্বলডনের সেমিফাইনাল জেতার উদ্‌যাপনটা বোধহয় সীমিতই রাখলেন আলকারাজ। হয়তো ফাইনালের জন্য জমিয়ে রাখলেন উদ্‌যাপনের বাকিটা।

সেন্টার কোর্টে আজ দানিল মেদভেদেভকে ৩–১ সেটে হারিয়ে উইম্বলডন ফাইনালের টিকিট পেয়েছেন আলকারাজ। ফাইনালে উঠার লড়াইয়ে প্রথম সেটে  ৭-৬ (৭/১) গেমে হেরে যান এ স্প্যানিশ তরুণ। তবে পরের তিন সেটে আর পাত্তা দেননি রাশান প্রতিপক্ষকে। ৬–৩, ৬–৪ ও ৬–৪ গেমে জিতে নিশ্চিত করেছেন উইম্বলডনের টানা দ্বিতীয় ফাইনাল।

গতবারও মেদভেদেভকে হারিয়েই ফাইনালে উঠেছিলেন আলাকরাজ। সেবার অবশ্য স্প্যানিশ এই টেনিস তারকা জিতেছিলেন সরাসরি ৩–০ সেটে। আর ফাইনালে রুদ্বশ্বাস লড়াই শেষে হারিয়েছিলেন নোভাক জোকোভিচকে

এবারের ফাইনালেও হতে পারে গতবারের পুনরাবৃত্তি। সে জন্য অবশ্য দ্বিতীয় সেমিফাইনালে লরেনৎসো মোসেত্তির বিপক্ষে জিততে হবে জোকোভিচকে।  

মেদভেদেভকে হারিয়েছেন জোকোভিচ

টানা দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে ওঠার প্রতিক্রিয়ায় আলকারাজ বলেছেন, ‘মনে হচ্ছে এখানে আমি আর নতুন নয়। আমি জানি ফাইনালের আগে অনুভূতি কেমন হয়। এ পরিস্থিতিতে আমি আগেও ছিলাম।’

তিনি আরও যোগ করে বলেন, ‘গতবার আমি যেসব কাজ করিনি সেগুলো এবার করার চেষ্টা করব এবং আরও ভালো খেলার চেষ্টা করব। চেষ্টা করব সবকিছু যেন ঠিকঠাকভাবে এগোয়। আশা করি স্প্যানিশদের জন্য সেই দিনটিও খুব ভালো হবে।’