ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন ফেদেরার
ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন ফেদেরার

ছবিতে ফেদেরারের ক্যারিয়ারের গল্প

টেনিসকে বিদায় বলে দিলেন রজার ফেদেরার। আর একটি টুর্নামেন্ট, এরপরই পেশাদার ক্যারিয়ার শেষ হয়ে যাবে ২০টি গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তির। ছবিতে দেখুন রজার ফেদেরারের ক্যারিয়ারের গল্প—
ডেভিস কাপে রজার ফেদেরার। ১৯৯৮ সালে সুইস ওপেন দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ফেদেরার, মাত্র ১৬ বছর বয়সেই।
২০০৩ সালের ৬ জুলাই, অস্ট্রেলিয়ার মার্ক ফিলিপ্পোসিসকে হারিয়ে উইম্বলডন জিতেছিলেন ফেদেরার। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জয় ছিল সেটি।
২০০৩ সালের ওই জয় ছিল শুরু মাত্র। ফেদেরার এরপর অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা জিতেছেন আরও সাতবার। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা পাঁচবার, এরপর ২০০৯ ও ২০১২ সালে। সর্বশেষ উইম্বলডন জেতেন ২০১৭ সালে।
যেন মুকুট পরা ফেদেরারের মাথায়। টেনিসের সিংহাসন তো দীর্ঘ সময় দখলে ছিল তাঁরই।
সায়েন্স ফিকশন কোনো সিনেমার চরিত্রের মতো করে বেরিয়ে আসছেন ফেদেরার, প্যারিসে, ২০১৮ সালে।
ফেদেরারের বিখ্যাত ব্যাকহ্যান্ড। ২০১৯ সালে, মেলবোর্নে, অস্ট্রেলিয়ান ওপেনে।
ক্যারিয়ারে ছয়বার রড লেভার অ্যারেনায় জিতেছেন সুইস তারকা। ২০১৮ সালে সর্বশেষ জিতেছিলেন, এরপর অশ্রু ধরে রাখতে পারেননি। ক্যারিয়ারে সেটিই হয়ে থাকল ফেদেরারের শেষ গ্র্যান্ড স্লাম জয়।
নোভাক জোকোভিচকে হারিয়ে ২০০৭ সালের ইউএস ওপেন জিতেছিলেন ফেদেরার। ক্যারিয়ারে এ গ্র্যান্ড স্লাম তিনি জিতেছেন পাঁচবার।
২০১৯ সালের ৭ জুন। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে কোর্ট ছাড়ছেন ফেদেরার। ফেদেরারের যেমন ঘাসের কোর্ট, তেমনি নাদালের ছিল লাল মাটির দুর্গ। রোলাঁ গারোতে ফেদেরার জিতেছিলেন একবারই, ২০০৯ সালে।
অলিম্পিকে সোনা জেতার পর স্তানিস ভাভরিঙ্কার সঙ্গে ফেদেরারের উল্লাস, ২০০৮ সালে বেইজিংয়ে।
ফেদেরার ও নাদাল—একটা প্রজন্মের কাছে টেনিস মানেই এই দুজন!
গত বছর থেকেই টেনিসের বাইরে। এ বছর উইম্বলডন চ্যাম্পিয়নদের সংবর্ধনায় এসেছিলেন ফেদেরার।
ছবিতে ক্যারিয়ারের ২০টি গ্র্যান্ড স্লাম।