অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ১০০তম ম্যাচে নোভাক জোকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ১০০তম ম্যাচে নোভাক জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেন

আরেক যে চূড়ায় জোকোভিচই একমাত্র

আর কতটা চূড়ায় উঠবেন নোভাক জোকোভিচ—এই প্রশ্ন কেউ করতেই পারেন। ক্যারিয়ারে ২৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে রাফায়েল নাদালকে ছাড়িয়ে এক চূড়ায় উঠেছিলেন সার্বিয়ান তারকা। গড়েছিলেন গ্র্যান্ড স্লামের এককে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। এরপর নিজেকেই ছাড়িয়ে গিয়ে জেতেন ২৪তম শিরোপাও। সংখ্যাটাকে ‘২৫’ বানানোর লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে যাওয়া জোকোভিচ আজ আর্জেন্টিনার তমাস মার্তিন এচেভেরিকে ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে উঠে গেছেন চতুর্থ রাউন্ডে।

তৃতীয় রাউন্ডের ম্যাচটি খেলতে নেমেই জোকোভিচ উঠে গেছেন আরেক চূড়ায়। অস্ট্রেলিয়ান ওপেনে এটি ছিল তাঁর ১০০তম ম্যাচ। ৩৬ বছর বয়সী জোকোভিচ এই নিয়ে চারটি গ্র্যান্ড স্লামের সব কটিতেই ১০০ বা এর বেশি ম্যাচ খেলে ফেললেন। ৪টি গ্র্যান্ড স্লামেই ১০০ বা এর চেয়ে বেশি ম্যাচ খেলা একমাত্র পুরুষ খেলোয়াড় তিনিই। জোকোভিচ ফ্রেঞ্চ ওপেনে খেলেছেন ১০৮ ম্যাচ, উইম্বলডনে ১০৩ আর ইউএস ওপেনে ১০১টি।

ম্যাচ জয়ের পর ভক্তের অটোগ্রাফের চাহিদা পূরণ করছেন জোকোভিচ

এই চারটি গ্র্যান্ড স্লামে জোকোভিচের জয়ের সংখ্যাটাও ঈর্ষণীয়। অস্ট্রেলিয়ান ওপেনে ১০০ ম্যাচ খেলে তিনি জিতেছেন ৯২টি। উইম্বলডনে ৩ ম্যাচ বেশি খেলেও অস্ট্রেলিয়ান ওপেনের সমান জয় জোকোভিচের। ইউএস ওপেনে ১০১ ম্যাচে জিতেছেন ৮৮ ম্যাচ আর ফ্রেঞ্চ ওপেনে ১০৮ ম্যাচে ৯২টি।  

মাইলফলকের ম্যাচে সহজ জয় পেয়ে উচ্ছ্বসিত জোকোভিচ বলেছেন, ‘এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত এটাই আমার সেরা পারফরম্যান্স। পুরো ম্যাচে, বিশেষ করে প্রথম দুই সেটে আমি যেভাবে খেলেছি, নিশ্চিত করেই খুব খুশি।’ প্রতিপক্ষ এচেভেরির জন্য কিছু প্রশংসাও বরাদ্দ রেখেছিলেন জোকোভিচ, ‘তৃতীয় সেটে সে তার খেলার মান বাড়িয়েছে। টাইব্রেকারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।’