ফটো ফিচার

কোহলির গত রাতের গল্প, সং সেজেছেন গ্রিজমান

স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে আনন্দময় একটি মুহূর্তের ছবি দিয়ে বিরাট কোহলি লিখেছেন, ‘গত রাতের বিষয়।’ শিশুদের নিয়ে সচেতনতা বৃদ্ধির একটি প্রোগ্রামে কাজ করতে গিয়ে সং সেজেছেন আঁতোয়ান গ্রিজমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আমাদের এ আয়োজন—
গতকাল ছিল ভারতের সঙ্গীত শিল্পী পলক মুচালের জন্মদিন। শুভেচ্ছা জানাতে ভুল করেননি ভারতের নারী দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানা
মেয়ের এ ছবিটি দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা লিখেছেন, ‘এ মুখখানিকে আপনি কী করে না বলবেন!’
কত ভক্ত তাঁর। নেইমারও কারও ভক্ত। প্রিয় তারকা মাইকেল জর্ডানের উল্কি আঁকিয়েছেন ঊরুতে
শিশুদের নিয়ে সচেতনতা বৃদ্ধির একটি প্রোগ্রামে কাজ করতে গিয়ে সং সেজেছেন আঁতোয়ান গ্রিজমান
স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে আনন্দময় একটি মুহূর্তের ছবি দিয়ে বিরাট কোহলি লিখেছেন, ‘গত রাতের বিষয়।’