ঈদের দিন মেয়ের সঙ্গে মোহাম্মদ হাফিজ
ঈদের দিন মেয়ের সঙ্গে মোহাম্মদ হাফিজ

ফটো ফিচার

ঈদের রেশ কাটছেই না হাফিজের

ঈদের খুশির রেশ যেন কাটছেই না মোহাম্মদ হাফিজের। রাফায়েল নাদাল নিজের একাডেমিতে একাগ্র অনুশীলন চালিয়ে যাচ্ছেন, লক্ষ্য ফ্রেঞ্চ ওপেনে খেলা। মারিয়া শারাপোভা টেনিসের কোর্টে না থাকলেও ভক্তদের মন মাতিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ঢঙের ছবি দিয়ে। ইনস্টাগ্রাম আলো করা ক্রীড়া তারকাদের নানা ছবি নিয়েই আজকের এই ফটো ফিচার...
লাল কোর্টের রাজা ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না, তা কী করে হয়! নিজের একাডেমির লাল কোর্টে জোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন রাফায়েল নাদাল
সমুদ্রসৈকতে ঘুরতে গেছেন এবি ডি ভিলিয়ার্স। ড্রোন দিয়ে তোলা পরিবারের এই ছবি আজ তিনি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে
শিখর ধাওয়ান আর শহীদ কাপুর। দুজনের দেখা হয়েছে। একটা ছবি তো তুলে রাখাই যায়
বন্ধু কেমন আছ বল! অনেক দিন পর দেখা বার্সেলোনার দুই সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও কার্লোস পুয়োলের
আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। কিংবদন্তি সুনীল গাভাস্কারের সঙ্গে ছবি তুলে একটা দারুণ স্মৃতি রেখে দিলেন
. মারিয়া শারাপোভা নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছেন নিয়মিত
ঈদের দিন মেয়ের সঙ্গে ছবিটা তুলেছিলেন। আজ তিনি ইনস্টাগ্রামে দিলেন এটি। ঈদের রেশ কাটাতেই মন চাচ্ছে না হাফিজের