ফটো ফিচার

জিরাফের সঙ্গে সেলফি টেন্ডুলকারের

কেনিয়ার সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বক্সিং রিংয়ে ইব্রাহিমোভিচ। সবাইকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা জানিয়েছেন রশিদ খান। চিত্রশিল্পীর সঙ্গে আড্ডা দিলেন সের্হিও রামোস। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
এজবাস্টন টেস্ট জিতে অ্যাশেজে এগিয়ে এখন বেশ ফুরফুরে মেজাজেই আছেন উসমান খাজা। ফাঁকা সময়টা কাজে লাগাতে তাই ছুটে গেছেন গলফ কোর্সে। ক্যাপশনে লিখেছেন, ‘আরাম করার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় নেই।’
মার্কিন চিত্রশিল্পী পিটার সাউলের সঙ্গে সময় কাটিয়েছেন স্প্যানিশ ফুটবল কিংবদন্তি সের্হিও রামোস। পিটারের কিছু ছবি নিজেদের ব্যক্তিগত সংগ্রহে রাখতে পেরে গর্বিত হওয়ার কথাও জানিয়েছেন রামোস
এই ছবিতে সবাইকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা জানিয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান
এলোমেলো ঘরটাতে শান্ত হয়ে বসেই ছবিটা তুলেছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ
ফুটবলকে বিদায় বলেছেন কদিন আগে। এবার সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচকে দেখা গেল মিক্সড মার্শাল তারকা খামজাত চিমায়েভের সঙ্গে বক্সিং রিংয়ে। এই ছবির ক্যাপশনে ইব্রা লিখেছেন, ‘নেকড়ে কখনো সার্কাসে অভিনয় করে না।’
আমস্টারডামে গিয়ে নিজের নামের রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন সুরেশ রায়না। নাহ্‌, এটা কোনো কাকতাল নয়। নেদারল্যান্ডসের রাজধানীতে ভারতীয় এই রেস্তোরাঁ খুলেছেন রায়না নিজেই
অদূরে সবুজ ঘাসের ওপর ছড়িয়ে আছে জিরাফের দল। গাড়িতে বসে অপূর্ব এই দৃশ্য সেলফিতে ধারণ করেছেন শচীন টেন্ডুলকার। কেনিয়ার সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলেন এই ক্রিকেট কিংবদন্তি