৪৯৯ রানে রান আউট হয়েছিলেন হানিফ মোহাম্মদ
৪৯৯ রানে রান আউট হয়েছিলেন হানিফ মোহাম্মদ

৪৯৯–এ রান আউট, হানিফ মোহাম্মদের এমন দুর্ভাগ্য

তিনি ছিলেন পাকিস্তান ক্রিকেটের প্রথম সুপারস্টার। কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদ পাকিস্তানের হয়ে খেলেছেন ৫৫ টেস্ট। ৩৯১৫ রান করেছেন ৪৩.৯৮ গড়ে। টেস্টে তাঁর শতরান ১২টি, অর্ধশতক ১৫টি। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে ৩৩৭ রানের ইনিংস খেলেছিলেন। ৯৭০ মিনিট ধরে খেলা ইনিংসটি এখন পর্যন্ত সময়ের হিসাবে টেস্ট ক্রিকেটের দীর্ঘতম ইনিংস।

তবে সেই ইনিংসের এক বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে আরও একটি দীর্ঘ ইনিংস খেলেও দুর্ভাগ্যের শিকার হতে হয়েছিল হানিফ মোহাম্মদকে। ১৯৫৯ সালের আজকের দিনে, অর্থাৎ ১১ জানুয়ারি উপমহাদেশীয় ক্রিকেটের প্রথম ‘লিটল মাস্টার’ ৪৯৯ রানে হয়েছিলেন দুর্ভাগ্যজনক এক রান আউটের শিকার। পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফিতে প্রথমবারের মতো ৫০০ রানের দেখা পেতে গিয়েও পাননি। করাচি ও বাহওয়ালপুরের মধ্যকার সেই ম্যাচে তাঁকে ১ রানের জন্য ৫০০ থেকে বঞ্চিত হতে হয়।

পাকিস্তান ক্রিকেটের প্রথম ‘সুপারস্টার’ হানিফ মোহাম্মদ

হানিফ মোহাম্মদের এই ৪৯৯ রানের ইনিংস ৩৫ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ হয়ে ছিল। পেছনে ফেলেছিলেন স্যার ডন ব্র্যাডম্যানের ৪৫২ রানের ইনিংসকে। ১৯৯৪ সালে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে ম্যাচে ৫০১ রানে অপরাজিত থেকে হানিফ মোহাম্মদের রেকর্ডটি ছাড়িয়ে যান।

১৯৯৪ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে ৫০১ রানে অপরাজিত থেকে হানিফ মোহাম্মদকে পেছনে ফেলেছিলেন ব্রায়ান লারা

হানিফ মোহাম্মদের ৪৯৯ বিখ্যাত হয়ে থাকলেও সে ম্যাচে একটা ভুলের শিকার হয়েছিলেন। দিনের শেষ ওভার শুরুর সময় স্কোরবোর্ডে হানিফের সংগ্রহ দেখাচ্ছিল ৪৯০ এর ঘরে। ওভারের যখন দুই বল বাকি, তখন স্কোরবোর্ডে তাঁর নামের পাশে রান লেখা ছিল ৪৯৬। আসলে তিনি তখন ৪৯৮ রানে ব্যাট করছিলেন। পঞ্চম বলে একটি রান নেওয়ার পর মিস ফিল্ডিংয়ের কারণে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে যান হানিফ। আউট হয়ে যখন ফিরছেন, তাঁর নামের পাশে দেখাচ্ছিল ৪৯৯। স্কোরবোর্ডের দায়িত্বে ছিলেন যিনি, সঠিক সংখ্যাটি খুঁজে না পাওয়ায় একটি রান বসাতে ভুলে গিয়েছিলেন। এই ভুলটা না হলে হয়তো হানিফ দ্বিতীয় রানের ঝুঁকি নিতেন না। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ রান করা প্রথম ব্যাটসম্যান হতে পারতেন।