ফটো ফিচার

স্মৃতি গড়ছেন ডি ব্রুইনা, নাদালের অতিথি খাজা

ক্রিকেট থেকে আপাতত ছুটি। ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি গেছেন গ্রামের বাড়িতে। অ্যাশেজের ফাঁকে ইউরোপ সফরে উসমান খাজা। খুশি রাফায়েল নাদালের বাড়িতে যেতে পেরে। কেভিন ডি ব্রুইনা ছুটি কাটাতে গিয়ে গড়ছেন স্মৃতির পাহাড়! সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকা ক্রীড়াবিদদের ছবি নিয়ে এই আয়োজন—
পরিবারের সঙ্গে ভালো সময়ই কাটছে পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলীর
দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন কামাভিঙ্গা। ছবিটি দিয়ে লিখেছেন, ‘রাতের সেশন।’
স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার জেসন রয়। ছবিটি দিয়ে লিখেছেন—সময়টা ভালোই কাটছে
ক্রিকেট থেকে আপাতত ছুটি। ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি গেছেন গ্রামের বাড়িতে। সেখানে যে তাঁর মজায়ই কাটছে, সেটা এ ছবিই বলে দিচ্ছে
অ্যাশেজের ফাঁকে ইউরোপ সফরে উসমান খাজা। খুশি রাফায়েল নাদালের বাড়িতে যেতে পেরে
আপাতত ফুটবলের ব্যস্ততা নেই। পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন। কেভিন ডি ব্রুইনার সময়টা যে ভালো যাচ্ছে, বলে দিচ্ছে এ ছবিই। ছবিটি দিয়ে লিখেছেন, ‘স্মৃতি গড়ছি!’