মারুফুল হক
মারুফুল হক

সাক্ষাৎকারে মারুফুল হক

‘এ দেশে ৮০ ভাগ প্রতিভা নিজেরাই হারিয়ে যায়’ 

২০১৫ কেরালা সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের কোচ ছিলেন। কোচ হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলেরও। দুটি টুর্নামেন্টেই বাংলাদেশ দল ভালো করতে পারেনি। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল পরশু সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে তাঁর কোচিংয়েই। পরশু ফাইনালে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে জেতা এই শিরোপা জয় আগামী দিনে দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নেপাল থেকে কাল দেশে ফিরে যুব ফুটবলে বাংলাদেশের সম্ভাবনা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশে উয়েফা ‘এ’ সনদধারী একমাত্র কোচ মারুফুল হক

প্রশ্ন

প্রশ্ন: অভিনন্দন আপনাকে। সাফ অনূর্ধ্ব-২০ জিতে দেশে ফিরলেন। অনুভূতি কী?

মারুফুল হক: আলহামদুলিল্লাহ, আমি খুশি। তবে ছেলেদের খুশি ও তৃপ্তি দেখে এবং দেশের ক্রান্তিলগ্নে দেশবাসীর উৎসাহ ও আনন্দের জন্য আমি আরও বেশি উচ্ছ্বসিত।

প্রশ্ন

কীভাবে সম্ভব হলো এই ট্রফি জেতা?

মারুফুল হক: বাংলাদেশ দলটাকে প্রথম দেখেই মনে হয়েছিল, খেলোয়াড়দের কিছু অভিজ্ঞতা আছে এবং এদের নিয়ে কাজ করলে ভালো কিছু করা সম্ভব। যদিও প্রস্তুতির জন্য সময় পেয়েছি মাত্র দুই সপ্তাহ। দুই দিন গেছে বিশ্রামে। এত কম সময়ে দল তৈরি করা, ফুটবলারদের ম্যাচ খেলার ফিটনেস আনা বড় চ্যালেঞ্জই। সে জন্য কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করেছি।

এই ছেলেরা উন্নতির মাঝপথে যেন হারিয়ে না যায়, সেটি নিশ্চিত করার বড় দায়িত্ব কর্মকর্তাদের। তাঁদের দায়িত্ব এদের জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরি করা। ভালো পরিকল্পনা দরকার, যেটির বাস্তবায়নও হতে হবে। 
প্রশ্ন

নেপালে যাওয়ার পর অন্য দেশগুলোাকে দেখে কী মনে হয়েছিল?

মারুফুল: মনে হয়েছে, সাফের দলগুলোর মধ্যে পার্থক্য খুব একটা নেই। দরকার হলো মাঠে সেরাটা দেওয়া। সেটা পারব বলেই বিশ্বাস ছিল। তাই আশা ছিল, চ্যাম্পিয়নও হতে পারি আমরা। শুরুতে যদিও লক্ষ্য ছিল ফাইনালে খেলা। সেটা পূরণ করে ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে দেওয়ার কৃতিত্ব ছেলেদের।

প্রশ্ন

অনূর্ধ্ব-১৫ ও ১৬ বিভাগের পর সাফে ছেলেদের বিভাগে বয়সভিত্তিক ফুটবলে এটি বাংলাদেশের তৃতীয় শিরোপা। কিন্তু আগের দুবারের শিরোপাজয়ী তরুণদের অনেকে দেশের ফুটবলের পরিকল্পনাহীনতার চোরাবালিতে হারিয়ে গেছে। এমন শঙ্কা এবারও কেউ করলে তা কি ভুল হবে?

মারুফুল: আমি মনে করি, এই ছেলেরা উন্নতির মাঝপথে যেন হারিয়ে না যায়, সেটি নিশ্চিত করার বড় দায়িত্ব কর্মকর্তাদের। তাঁদের দায়িত্ব এদের জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরি করা। ভালো পরিকল্পনা দরকার, যেটির বাস্তবায়নও হতে হবে। তবে আমি মনে করি, এই অনূর্ধ্ব-২০ সাফজয়ী দলটির ভবিষ্যৎ উজ্জ্বল। আর সেটি নিশ্চিত করতে শুধু কর্মকর্তাদের কথা বলি কেন, তরুণ ফুটবলারদের ধরে রাখার দায়িত্ব সবারই। ক্লাবের এখানে বড় ভূমিকা আছে। কারণ, ক্লাবেই ফুটবলাররা বড় হয়।

প্রশ্ন

কোচদেরও বোধ হয় এখানে বড় ভূমিকা আছে। আপনি কী মনে করেন?

মারুফুল: কোচদের দায়িত্ব হলো প্রতিভার সর্বোচ্চ মূল্যায়ন করা। যেমন কে কোন পজিশনে খেলতে স্বচ্ছন্দ, তা বুঝতে হবে। কোন পজিশনে কার কী টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, শারীরিক ও মানসিক উন্নতির প্রয়োজন, সে অনুযায়ী প্রশিক্ষণ দিতে হবে। তাহলেই একটা খেলোয়াড় সঠিকভাবে গড়ে ওঠে।

প্রশ্ন

এই টুর্নামেন্টে তরুণ মিরাজুল, আসিফ, রাব্বি, নোভারা ভালো খেলেছেন। কিন্তু অতীতে দেখা গেছে, খেলোয়াড়েরা নিজেরাই অনেক সময় পথ হারিয়ে অকালে ঝরে যান। এটা আপনাকে কতটা ব্যথিত করে?

মারুফুল: ভীষণ ব্যথিত করে। তবে প্রতিভাদের হারিয়ে যেতে দেওয়া যাবে না। খেলোয়াড়দেরও সচেতনতা দরকার। খেলোয়াড়দের দায়িত্ব নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করা, সুশৃঙ্খল জীবন যাপন করা, নিজের ভালো–মন্দ বোঝা, কঠোর পরিশ্রম ও নিয়মের মধ্যে থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই ফুটবলাররা সবাই পেশাদার। সবাই শীর্ষ স্তরে বিভিন্ন ক্লাবের হয়ে পুরো মৌসুম খেলে। এখন তাদের আরও পরিণত করতে নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টের দরকার।

প্রশ্ন

যুব ফুটবলে সাফল্যের জন্য কোন বিষয়গুলো জরুরি মনে করেন?

মারুফুল: অনেক কিছু দরকার। ব্যক্তিগত প্রতিভা, ভালো করার তাড়না, যেকোনো পরিস্থিতি সামাল দেওয়া, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারা, মাঠের বাইরে ও ভেতরে পারস্পরিক বোঝাপড়া থাকা। আসলে আমাদের দেশে যুব প্রতিভা অকালে হারিয়ে যায় কেন, জানেন? খোঁজ নিলে দেখবেন, বাংলাদেশে ৮০ ভাগ প্রতিভাবান খেলোয়াড় নিজেরাই নিজেদের হারিয়ে ফেলে। বাকি ২০ ভাগ ক্লাব রাজনীতি, চোট, পারিবারিক ও পারিপার্শ্বিকতার কারণে হারিয়ে যায়।

প্রশ্ন

গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর উপদেষ্টা কোচ ছিলেন আপনি। সরাসরি কোচিংয়ে ছিলেন না। এবার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

মারুফুল: আমার ভবিষ্যৎ পরিকল্পনা খুব সাধারণ। আল্লাহ যত দিন সুযোগ দেবেন, তত দিন দেশে কোচিং করাব; তবে স্বপ্ন আছে বিদেশে একটি এশিয়া মানের কোনো ক্লাবে কোচিং করানোর। কারণ, আমার বিশ্বাস উচ্চপর্যায়ের প্রতিভাদের নিয়ে আমি আরও ভালো করব।