অনুশীলনে টনি ক্রুস। সর্বোচ্চ গোলের পুরস্কার হাতে কিলিয়ান এমবাপ্পে। র্যাকেট হাতে রজার ফেদেরার। আর দুই সতীর্থর সঙ্গে সাবিনা খাতুন। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
ক্রিকেট মাঠে ফুটবল ম্যাচ! মেলবোর্ন ক্রিকেট মাঠে আজ প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল টটেনহাম ও নিউক্যাসল। পেনাল্টিতে নিউক্যাসলের ৫–৪ গোলে জেতা ম্যাচটি দেখতে মাঠে এসেছিল ৭৮ হাজারের বেশি দর্শক
নাহ্, অবসর ভেঙে কোর্টে ফেরেননি রজার ফেদেরার। ফ্রান্সে একটি টেনিস কোর্ট উদ্বোধন করতে গিয়ে র্যাকেট হাতে এভাবে ফ্রেমবন্দী হয়েছেন এই টেনিস কিংবদন্তি
বিজ্ঞাপন
গতকাল অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে শুভকামনা ও ধন্যবাদ বার্তায় ভাসছেন টনি ক্রুস। রিয়াল মাদ্রিদের এই জার্মান মিডফিল্ডারের অবশ্য সেসবে মজে থাকার সুযোগ নেই। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল সামনে রেখে কঠোর অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন ক্রুস
বিজ্ঞাপন
‘উইথ লাভ’—এই ক্যাপশনে বাগদত্তা ওরিয়ানা সাবাতানির সঙ্গে ছবিটি পোস্ট করেছেন পাওলো দিবালামৌসুম শেষে পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে। যাওয়ার আগে টানা ষষ্ঠবারের মতো হাতে নিলেন লিগ আঁ–তে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারসাবিনা খাতুনের সঙ্গে তাঁর দুই সতীর্থ মনিকা চাকমা (বাঁয়ে) ও ঋতুপর্ণা চাকমা। জাতীয় নারী ফুটবল দলের এই তিন খেলোয়াড় সতীর্থ নাসরিন স্পোর্টস একাডেমিতেও। সাবিনার ইনস্টাগ্রামে দেওয়া এই ছবি ক্লাবের হয়েই একটা ম্যাচ জেতার পর ডিনার পার্টিতে