হুইলচেয়ারে কোহলি-ভক্ত, শচীনের হাতে ট্রফি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৩ বিশ্বকাপ। মাঠে ব্যাট-বলের লড়াইয়ের বাইরে অনুশীলনে, গ্যালারিতে কিংবা স্টেডিয়ামের বাইরে জন্ম হয় নানা চমৎকার মুহূর্তের। তেমনই কিছু মুহূর্তের ছবি নিয়ে এ আয়োজন—
ধর্মশালায় স্ট্রেচিংয়ে মোস্তাফিজুর রহমানেরা
অনুশীলনে কী নিয়ে যেন সতীর্থদের সঙ্গে মজায় মেতে উঠেছিলেন বিরাট কোহলি। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে
উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক কেইন উইলিয়ামসন ও জস বাটলারের সঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মার ছবিও নিয়ে এসেছিলেন কিছু দর্শক
ফিল্ডিংয়ে নিশানা ঠিক করার প্রচেষ্টায় সাকিব আল হাসান
কী আছে এই মাঠে? বল কি লাফিয়ে উঠবে, না নিচু হবে? টার্ন করার সম্ভাবনা আছে? পিচের খুব কাছে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে এসবই কি বোঝার চেষ্টা করছিলেন স্কট এডওয়ার্ডস? রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ তাঁর নেদারল্যান্ডস নামবে পাকিস্তানের বিপক্ষে
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে মাঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন শচীন টেন্ডুলকার
বিশ্বকাপের ম্যাচ দেখতে এসেছেন। একটা সেলফি না নিলে কি হয়!
নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারি বেশ বড়। দর্শকরা ছড়িয়ে-ছিটিয়ে বসার পর এভাবেই ধরা পড়েছে ক্যামেরায়
চেন্নাইয়ের এমএ চিদাম্বরমে অনুশীলন করছে ভারতীয় দল। এ সময় স্টেডিয়ামের বাইরে কোহলির ছবি হাতে দেখা মেলে হুইলচেয়ারে বসা এ তরুণের
এক ফ্রেমে ১ লাখ ৩২ হাজার আসনবিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়াম