ফটো ফিচার

লম্বা সফরের প্রস্তুতি ওয়ার্নারের আর আফিফের ছুটির দিনেও চ্যালেঞ্জ

লম্বা ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আর বাংলাদেশের ব্যাটসম্যান আফিফ হোসেনের কাছে প্রতিটি দিনই চ্যালেঞ্জের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
ঢাকার বিমানে নাসিম শাহ। লক্ষ্য বিপিএলে খেলা। ছবিটি দিয়ে নিজেই জানিয়েছেন বিপিএলে কোন দলে খেলবেন। আগে খুলনার কথা জানালেও এখন তিনি ঢাকায় আসছেন বিপিএলে কুমিল্লার হয়ে খেলতে
স্ত্রী–সন্তানকে নিয়ে সকালে ঘুরতে বের হয়েছেন স্টুয়ার্ট ব্রড। ছবিটি দিয়ে লিখেছেন, ‘একদম নিখুঁত সকাল।’
স্ত্রীর ৩০তম জন্মদিন। জীবনসঙ্গিনীর জন্মদিনটা এভাবেই পালন করেছেন টটেনহামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ছবিটি দিয়ে লিখেছেন, ‘আমার সুন্দরী স্ত্রীকে শুভ জন্মদিন।’
বিগ ব্যাশের ধারাভাষ্যকক্ষে সতীর্থ ধারাভাষ্যকারদের সঙ্গে ব্রেট লি
আজ বিপিএলে কোনো খেলা ছিল না। বলা যায়, আফিফ হোসেনের ছুটির দিনই ছিল। কিন্তু এই ছুটির দিনটাও বাংলাদেশের ব্যাটসম্যানের কাছে চ্যালেঞ্জ!
আট জোড়া জুতা! সবগুলোর পেছনে লেখা ইভি, ইন্ডি ও ইসলা। সামাজিক যোগাযোগমাধ্যমে ডেভিড ওয়ার্নারকে যাঁরা অনুসরণ করেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এ তিনটি নাম তাঁর তিন কন্যার। ছবিটি দিয়ে লিখেছেন, ‘লম্বা সফরের প্রস্তুতি।’ অস্ট্রেলিয়ার লম্বা সফরটি ভারতে