ফটো ফিচার

বিবাহবার্ষিকীতে কোহলি–আনুশকার ‘অসীম ভালোবাসা’

বিবাহবার্ষিকীতে স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলি। যুবরাজ সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
সম্প্রতি লিভারপুলের হয়ে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ সালাহ। দারুণ এই অর্জনের জন্য সালাহকে এভাবেই সম্মানিত করেছেন সতীর্থরা
২০২৩ সালে আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। পুরস্কার জয়ের এই ছবি পোস্ট করে নিজের স্বপ্ন পূরণ হওয়ার পেছনের গল্পটাই লিখেছেন তিনি
ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই ছবি পোস্ট করেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি একজন অসাধারণ দলীয় খেলোয়াড়’
ফেরার লড়াইয়ে থাকা রাফায়েল নাদাল এখন প্রস্তুত হচ্ছেন কুয়েতে। এই ছবি পোস্ট করে কুয়েতের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানিয়েছেন এই টেনিস কিংবদন্তি
২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর—এই তিন বছরে ২৫ টেস্ট খেলে ব্যাগি গ্রিন ক্যাপের পরিবর্তনটা বুঝিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুশেন
‘মিস্টার অ্যান্ড মিসেস রকি ফেরেইরা’—এই ক্যাপশন দিয়ে প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবরটা দিয়েছেন বার্সেলোনায় যোগ দিতে যাওয়া ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকি
বিবাহবার্ষিকীতে স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। ক্যাপশনে কোনো কথা না লিখে ‘ভালোবাসা’ ও ‘ইনফিনিটির (অসীম)’  ইমোজি ব্যবহার করেছেন তিনি। বিনা বাক্যে নিজেদের অসীম ভালোবাসার কথাই মূলত ইঙ্গিতে বলেছেন কোহলি