ফটো ফিচার

পাঞ্জাবের ‘ডিএসপি’ হয়ে সম্মানিত শাদাব

ডিএসপির পোশাকে শাদাব খান। স্ত্রীর সঙ্গে পুরস্কার অনুষ্ঠানে স্টুয়ার্ট ব্রড। সৌদি আরবে মার্সেলো। আর এক ফ্রেমে কেভিন ডি ব্রুইনা ও আর্লিং হলান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
গাড়িতে চড়ে কোথায় যাচ্ছেন তা জানাননি মাহমুদউল্লাহ রিয়াদ। কোনো ক্যাপশন ছাড়াই এ ছবি পোস্ট করেছেন বাংলাদেশের ক্রিকেটার
ম্যানচেস্টার সিটির অন্যতম দুই সেরা তারকা। দুজনই ভুগছেন চোটে। অনুশীলনেও একসঙ্গে দেখা গেল কেভিন ডি ব্রুইনা ও আর্লিং হলান্ডকে। ছবিটি পোস্ট করেছেন হলান্ড
ফ্লুমিনেন্সের হয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলতে এখন সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন মার্সেলো। ফাইনালের প্রস্তুতির ফাঁকে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন এই ব্রাজিল তারকা
লম্বা সময় পর বড় ইনিংস খেলেছেন সৌম্য সরকার। ১৫১ বলে খেলেছেন ১৬৯ রানের দারুণ এক ইনিংস। ম্যাচের পর ম্যাচসেরা সৌম্যর সঙ্গে ছবি তুলেছেন ধারাভাষ্যকার আতহার আলী খান
বিবিসির স্পোর্টস পারসোনালিটি অব দ্য ইয়ারের রানারআপ হয়েছেন স্টুয়ার্ট ব্রড। অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে এভাবেই ফ্রেমবন্দী হলেন ইংলিশ কিংবদন্তি। আর সেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ড নারী ফুটবল দলের গোলরক্ষক মেরি ইয়ার্পস
পাঞ্জাব পুলিশের সম্মানসূচক ডিএসপি পদ দেওয়া হয়েছে পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খানকে। ডিএসপির পোশাক পরে আপ্লুত শাদাব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ভিন্নভাবে সেবা করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’