টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে উদ্‌যাপন বাংলাদেশ দলের
টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে উদ্‌যাপন বাংলাদেশ দলের

ছবির গল্প

যেভাবে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়

ধবলধোলাই হয়েই গেল! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৬ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল সাকিব আল হাসানের দল। ছবিতে ছবিতে সেই ম্যাচ জয়ের গল্প:

টসে মুদ্রা নিক্ষেপ করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিন ম্যাচের এই সিরিজে আজই প্রথম টসে হেরেছে বাংলাদেশ
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের টুপি হাতে বাঁ হাতি স্পিনার তানভীর ইসলাম। মুহূর্তটা ২৬ বছর বয়সী এ তরুণ কখনো ভুলতে পারবেন না
লিটন দাস ও রনি তালুকদার ওপেনিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন। ৭.৩ ওভারে ৫৫ রানের জুটি গড়েছিলেন দুজন
বাংলাদেশের ইনিংসে আলো কেড়েছেন লিটন দাস। ৫৭ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেন এই ওপেনার
রনি তালুকদার ‘জীবন’ পেয়েছিলেন। বেশি দূর এগোতে না পারলেও ২২ বলে তাঁর ২৪ রানের ইনিংসের অবদানও কম নয়
নাজমুল হোসেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৮ বলে ৮৪ রানের জুটি গড়েন লিটন। বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি
অভিষেকেই উইকেট! ইংল্যান্ড ওপেনার ফিল সল্টকে তুলে নেওয়ার পর তানভীরের উদ্‌যাপন
দ্বিতীয় উইকেটে ডেভিড ম্যালানের সঙ্গে ৭৬ বলে ৯৫ রানের জুটি গড়ে বাংলাদেশের মাথাব্যথা হয়ে উঠেছিলেন জস বাটলার। ইংল্যান্ড অধিনায়ককে রান আউট করে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে
বাটলারকে রান আউট করে নাজমুলের সঙ্গে উদ্‌যাপন মেহেদী হাসান মিরাজের
বেন ডাকেটকে বোল্ড আউট করে উদ্‌যাপন তাসকিন আহমেদের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন তাসকিন
মাঠে দর্শকদের একাংশ। বাংলাদেশের জয় এমন সব ব্যানার হাতে উপভোগ করেছেন দর্শক
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাইয়ের পর ট্রফি হাতে বাংলাদেশ দলের উদ্‌যাপন