ফটো ফিচার

সাকিবদের সেলফি আর সুলতান ওয়াসিম আকরাম

জিম্বাবুয়ের বিপক্ষে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ। স্মরণীয় মুহূর্তটিকে সাকিব আল হাসানরা বন্দি করে রাখলেন সেলফিতে। ওয়াসিম আকরাম আপ্লুত তাঁর প্রকাশিতব্য আত্মজীবনী ‘সুলতান মেমোইর ওয়াসিম আকরাম’ নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
শুরু হয়ে গেছে হ্যালোইনের উৎসব। সেই উৎসবের অংশ হয়েছেন পিএসজির ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাও
স্ত্রী জেন্না আলীকে নিয়ে রিদম অ্যান্ড ব্লুজ মিউজিকের কনসার্ট ভালোই উপভোগ করেছেন কাইরন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও
চোট নিয়ে মাঠের বাইরে আছেন পাওলো দিবালা। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না রোমার আর্জেন্টাইন ফরোয়ার্ড। ছবিটি দিয়ে নিজেকেই যেন নিজে সাহস জোগানোর জন্য লিখেছেন, ‘শক্ত থাকো।’
ক্ষেত্র জেটাই হোক, ব্রাজিলে কি আর প্রতিভার কমতি আছে। এখানে যেমন দেখা যাচ্ছে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনিওর সঙ্গে সংগীতশিল্পী হোর্হে আরাগাওকে। ছবিটি দিয়ে রোনালদিনিও লিখেছেন, ‘মায়েস্ত্রার পাশে অসাধারণ এক দিন কাটল।’
সুলতান মেমোইর ওয়াসিম আকরাম—আগামী মাসে প্রকাশিতব্য আত্মজীবনী হাতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার। এ বই তাঁর অনেক ভক্তকেই তাঁকে চেনাবে নতুন করে!
কী অসাধারণ এক জয়ই না বাংলাদেশ পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই জয়ের পর একটি সেলফি না তুলে কি পারেন সাকিব আল হাসানরা!