ফটো ফিচার

বাবরের ফেরা আর রাতের খাবারে দি মারিয়ার সঙ্গী দিবালা

মাঠে ফেরার প্রস্তুতিতে মনোযোগী বাবর আজম। একসঙ্গে রাতের খাবার খেতে গেছেন দি মারিয়া ও পাওলো দিবালা। মার্কো আসেনসিও দেখা করলেন রাফায়েল নাদালের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
ছোট বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর সঙ্গে এই ছবি পোস্ট করেছেন স্প্যানিশ কিংবদন্তি সের্হিও রামোস
রাফায়েল নাদালের একাডেমিতে ঘুরতে গিয়ে টেনিস কিংবদন্তির সঙ্গে ছবি তুলেছেন স্প্যানিশ তারকা মার্কো আসেনসিও
সাবেক ভারতীয় ক্রিকেটার অজিত আগারকার ও যুবরাজ সিংয়ের পরিবারের সঙ্গে এক টেবিলে কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের দুটি বিষয় কাছাকাছি রাখে বন্ধুত্ব এবং খাবার।’
অবকাশে ঘুরে বেড়াচ্ছেন জার্মান তারকা কাই হাভার্টজ। এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ভিটামিন ডি’
পবিত্র হজ পালন শেষে আবার মাঠে ফেরার প্রস্তুতিতে মনোযোগী পাকিস্তান অধিনায়ক বাবর আজম
সঙ্গীদের নিয়ে একসঙ্গে খেতে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ও বন্ধু আনহেল দি মারিয়া ও পাওলো দিবালা