ফটো ফিচার

‘মা’ শারাপোভার প্রথম জন্মদিন

এর আগে ৩৫টি জন্মদিন পালন করেছেন মারিয়া শারাপোভা। তবে রাশিয়ার সাবেক টেনিস তারকার এবারের জন্মদিনটা আলাদা। মা হিসেবে যে এই প্রথম জন্মদিন পালন করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
‘ছোট্ট চ্যাম্পিয়ন, জুনিয়ার ডিজে ব্রাভো’—ছেলের সঙ্গে ছবিটি দিয়ে এটাই লিখেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়াইন ব্রাভো
হ্যাশট্যাগ নাম্বার ওয়ান অ্যাথলেট কালেকটিভে বেন স্টোকসের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুল
‘মুহূর্ত উপভোগ করছি, কোনো বস্তু নয়’—ছবিটি দিয়ে লিখেছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ হাসনাইন
‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। দিনটি আমার কাছে তোমার মতোই বিশেষ। তোমাকে অনেক ভালেবাসি। সব সময় খুব সুখে থেকো’—পাওলো দিবালা কার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, বুঝতে কারও বাকি থাকার কথা নয়
এর আগে ৩৫টি জন্মদিন পালন করেছেন মারিয়া শারাপোভা। তবে রাশিয়ার সাবেক টেনিস তারকার এবারের জন্মদিনটা আলাদা। মা হিসেবে যে এই প্রথম জন্মদিন পালন করলেন তিনি