ফটো ফিচার

অন্য ভূমিকায় মেসি

সম্প্রতি নিজেদের সঙ্গিনীদের জন্মদিন পালন করেছেন শার্দুল ঠাকুর-দারউইন নুনিয়েজ-মাউরো ইকার্দিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা। ক্রিকেটকে বিদায় জানানো আসাদ শফিককে শুভকামনা কামরান আকমলের। পছন্দের গাড়ির সঙ্গে সেরেনা উইলিয়ামস। আর অন্য ভূমিকায় দেখা গেল লিওনেল মেসিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
‘তুমি আমার জীবনে ঘটা সবচেয়ে সুন্দর ঘটনা। তুমি সব দিক থেকেই নিখুঁত একজন নারী, দারুণ মা এবং অবিশ্বাস্য প্রেমিকা। আরও হাজারবার আমি তোমাকেই বেছে নেব।’—   এভাবেই প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন লিভারপুলের উরুগুয়েন স্ট্রাইকার দারউইন নুনিয়েজ
স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এমন একাধিক ছবি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর
ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান আসাদ শফিক। তাঁকে শুভকামনা জানিয়েছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল
পছন্দের গাড়ির সঙ্গে এভাবেই ফ্রেমবন্দী হলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস
পারিবারিক আবহে স্ত্রী ওয়ান্দা নারার জন্মদিন পালন করেছেন আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি
নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নিয়ে সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক। তাঁর সঙ্গে ছবি পোস্ট করে সাবেক বাংলাদেশি ক্রিকেটার নাফিস ইকবাল লিখেছেন, ‘শেখা মনকে কখনো ক্লান্ত করে না।’
নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘দ্য মেসি স্টোর’-এর পণ্যের প্রচারণায় প্রায়ই হাজির হতে দেখা যায় লিওনেল মেসিকে। তেমনই একটি বিজ্ঞাপনে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে আর্জেন্টাইন মহাতারকাকে