ফটো ফিচার

‘মিস্টার উইম্বলডন’ ফেদেরারের সঙ্গে উইম্বলডনে বেকহাম

লন্ডনের রাস্তায় সময়টা ভালোই কাটছে মোহাম্মদ শামির। আর মায়ামিতে সময় কাটাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। উইম্বলডন দেখতে গিয়ে ফেদেরারে সঙ্গে ছবি তুললেন ডেভিড বেকহাম। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
সঙ্গী লরেনা মানাসের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করছেন লিভারপুল স্ট্রাইকার ডারউইন নুনিয়েজ। এ ছবির ক্যাপশনে ছুটির সময়টা কতটা উপভোগ্য সেটাই বর্ণনা করেছেন উরুগুইয়ান তারকা
ফুটবলের বিরতিতে পর্যটন শহর মায়ামিতে অবকাশটা দারুণ কাটছে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের
এই ছবিই বলে দিচ্ছে, লন্ডনের রাস্তায় সময়টা দারুণ কাটছে ভারতীয় পেসার মোহাম্মদ শামির
ভালোবাসার ইমোজি দিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে এই ছবি পোস্ট করেছেন পাকিস্তানের লেগ স্পিনার উসমান কাদির
নীল জলরাশিকে সামনে রেখে নান্দনিক এই ছবি পোস্ট করেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। এমন ছবির কোনো ক্যাপশন লাগে না, সালাহও দেননি
‘মাই পার্টনার ইন ক্রাইম’—এই ক্যাপশনে নিজের ব্যাটের ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ
উইম্বলডনে মিস্টার উইম্বলডনের সঙ্গে—এই ক্যাপশনে টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে ছবিটা পোস্ট করেছেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহাম