ফটো ফিচার

ওয়ার্নার যখন ‘গ্রাউন্ডসম্যান’, চোট নিয়ে অনুশীলনে উইলিয়ামসন

মাঠকর্মীদের সঙ্গে কাভার হাতে মাঠে নেমে পড়েন ডেভিড ওয়ার্নার। ফাঁকা মাঠে অস্ট্রেলিয়ার পতাকা হাতে কয়েকজন সমর্থক। ‘মানকাডিং’ না করে কুশল পেরেরাকে মিচেল স্টার্কের সতর্কতা। চোট নিয়েও অনুশীলনে কেন উইলিয়ামসন। দেখে নিন বিশ্বকাপের নির্বাচিত ছবি—
বৃদ্ধাঙ্গুলির চোটে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় অনিশ্চিত কেন উইলিয়ামসন। তবে চোট নিয়েও দলের সঙ্গে ঠিকই অনুশীলন করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক
ধর্মশালায় আগামীকাল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। সেই ম্যাচের আগে এভাবেই হয়তো নিজেদের রণকৌশল ঠিক করে নিলেন ডাচ খেলোয়াড়েরা
লক্ষ্মৌতে খেলা চলাকালে বাতাসের তোড়ে ভেঙে পড়েছে বিলবোর্ড
প্রায় ফাঁকা মাঠে অস্ট্রেলিয়ার পতাকা হাতে দলকে সমর্থন দিয়ে গেছেন কিছু সমর্থক
লক্ষ্মৌতে আজ দুবার ‘মানকাডিং’ করার সুযোগ পেয়েও কুশল পেরেরাকে আউট করেননি মিচেল স্টার্ক। লঙ্কান ওপেনারকে দুবারই সতর্ক করে ছেড়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার
বিশ্বকাপে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কানদের ব্যাটিংয়ের সময় ৩৩তম ওভারে নামে বৃষ্টি। সে সময় উইকেট ঢাকার জন্য মাঠকর্মীদের সঙ্গে কাভার হাতে মাঠে নেমে পড়েন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও