ফটো ফিচার

এক পায়ে দাঁড়িয়ে সালাহ, শিশুদের জন্য রাজা

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
চার বছর আগেই সব ধরনের ক্রিকেট ছেড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন। তবু মাঝে-মধ্যে খেলা হয়। নতুন ব্যাট-প্যাড পাওয়ার আনন্দে ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে জনসন লিখেছেন, ‘নতুন সরঞ্জাম পেয়ে গেলাম। দেখতে এত ভালো লাগছে!’
ছবি: ইনস্টাগ্রাম
নতুন মৌসুমের জার্সি পরে ফটোশুট করছেন লিভারপুলের খেলোয়াড়েরা। মোহাম্মদ সালাহ ক্যামেরার সামনে নতুন মৌসুমের জার্সি পরে এভাবে পোজ দিলেন। গোল করার পর মাঝে-মধ্যে এভাবে উদ্‌যাপন করতে দেখা যায় তাঁকে। বেশ ফুরফুরে মেজাজেই আছেন লিভারপুলের এই তারকা
মাকে ভীষণ ভালোবাসেন উসাইন বোল্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের ছবি মাঝে-মধ্যেই পোস্ট করেন জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি। আজ মায়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার মা, আমার স্থিতি ও প্রেরণার প্রতীক’
ডোয়াইন ব্রাভো নিজের মেয়ের সঙ্গে আজ এই ছবিটি পোস্ট করেন ইনস্টাগ্রামে। মেয়ের ১৮ তম জন্মদিনে কীভাবে তাকে শুভেচ্ছা জানানো যায়, সেই পরামর্শ চেয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার
ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে প্যারিসে দেখা যাচ্ছে। প্যারিসের রাস্তায় তোলা এ ছবিটি টুইটারে পোস্ট করেন ইতো
জিম্বাবুয়ের দুস্থ শিশুদের জন্য মন কাঁদে সিকান্দার রাজার। জিম্বাবুয়ের এই তারকা অলরাউন্ডার দেশটির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করে এ ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন
গ্রীষ্ম উপভোগ করছেন জার্মানির টেনিস তারকা অ্যাঞ্জেলিক কেরবার। এ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘গ্রীষ্মের সেরা দিনগুলো প্রকৃতির মাঝে কাটাতে হয়।’