সারের সাকিব, সিনারের হাসি

ইংলিশ কাউন্টি দল সারেতে সাকিব আল হাসানকে বরণ করে নিয়েছেন ইংল্যান্ড কিংবদন্তি অ্যালেক স্টুয়ার্ট। ইউএস ওপেন পুরুষ এককে প্রথম ইতালিয়ান হিসেবে শিরোপা জয় ইয়ানিক সিনারের। ফেরার চেষ্টায় নীরবে নিজেকে প্রস্তুত করছেন নেইমার। খেলার ভুবনে তারকাদের নির্বাচিত ছবি—
চোট সারিয়ে ওঠার পথে আছেন নেইমার। কবে মাঠে ফিরবেন, তা এখনো অনিশ্চিত। তাই বলে বসে থাকলে তো চলবে না! নিজেকে প্রস্তুত করতে হবে। সে লক্ষ্যে ঘাম ঝরিয়ে যাচ্ছেন ব্রাজিলের এই তারকা। আজ তেমনই এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নেইমার লিখেছেন, ‘নীরবে কাজ করে যাও। হাল ছেড়ো না।’
ইনস্টাগ্রাম
গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা স্পিনার কেশব মহারাজের জীবন আলোকিত করে জন্ম নেয় প্রথম সন্তান। সুইমিংপুলে তাকে নিয়ে ছবিটি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন মহারাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুমিই আমার কারণ।’
যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসির কাছ থেকে ইউএস ওপেন শিরোপা বুঝে নিচ্ছেন ইতালির ইয়ানিক সিনার। ইউএস ওপেন পুরুষ এককে প্রথম ইতালিয়ান হিসেবে এই ট্রফি জয়ের হাসি ফুটল তাঁর মুখে
আগাসিকে মধ্যমণি বানিয়ে তাঁর দুই পাশে বিজেতা ও বিজিত। ডানে ইউএস ওপেন পুরুষ এককে চ্যাম্পিয়ন সিনার। ফাইনালে তাঁর কাছে হেরে যাওয়া টেলর ফ্রিটজ বাঁয়ে
গত দেড় দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম পুরুষ এককের ফাইনালে উঠেছিলেন টেলর ফ্রিটজ। স্বপ্ন ছিল শিরোপা জয়ের। ফাইনালে সিনারের কাছে হেরে স্বপ্নভঙ্গের পর ফ্রিটজকে একটু হতাশই লাগল। বিষণ্ন চোখে তাকিয়ে আছেন রানারআপ শিরোপার প্রতি
ইংল্যান্ডের কাউন্টি দল সারেতে সতীর্থদের সঙ্গে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান
ইংল্যান্ড ও সারে কিংবদন্তি অ্যালেক স্টুয়ার্টের কাছ থেকে সারের ক্যাপ বুঝে নিচ্ছেন সাকিব
সারের ক্যাপ হাতে সাকিব। দলটির হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছেন বাংলাদেশ তারকা