ফটো ফিচার

জঙ্গলে কী মাছ ধরলেন ডেল স্টেইন

জঙ্গলে মাছ ধরতে গেছেন ডেল স্টেইন। সৌদিতে সময়টা ভালোই কাটছে সাদিও মানের। সর্বশেষ দুই ম্যাচে করেছেন ৩ গোল। প্রথম নরওয়েজিয়ান ফুটবলার হিসেবে উয়েফা বর্ষসেরা ট্রফি জিতে ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানিয়েছেন ২৩ বছর বয়সী ম্যানচেস্টার সিটি তারকা আরলিং হলান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
অনুশীলনে রবার্ট লেভানডফস্কি। মনোযোগের পুরোটাই যে মাঠেই, তার প্রমাণ ক্যাপশনেই—‘মনোযোগী’
প্রথম নরওয়েজিয়ান ফুটবলার হিসেবে উয়েফা বর্ষসেরা। ট্রফি জিতে ২৩ বছর বয়সী তারকা ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানিয়ে আরলিং হলান্ড বলেছেন, ‘আমার জন্য গর্বের মুহূর্ত, ধন্যবাদ।’
মাঠে তো দারুণ সময় কাটছে। সর্বশেষ দুই ম্যাচে করেছেন ৩ গোল। মাঠের বাইরে সৌদি আরবের সংস্কৃতিটাও যে উপভোগ করছেন, সেটা তো সাদিও মানের পোশাকেই স্পষ্ট
দিনটা শুধুই লুইস সুয়ারেজের পরিবারের। ক্যাপশনে এই উরুগুইয়ান ফুটবল তারকা লিখেছেন, ‘ফ্যামিলি ডে’।
স্ত্রীর জন্মদিনে পরিবারের সঙ্গে উমর আকমল
জঙ্গলে কী মাছ ধরলেন ডেল স্টেইন? শুধু মাছ ধরাই নয়, আমাজনে প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন সাবেক এই প্রোটিয়া ফাস্ট বোলার