মুশফিকের মূলমন্ত্র পরিশ্রম, বুমরার স্মৃতিচারণা

ক্রীড়া জগতের দুই কিংবদন্তি মেসি ও জোকোভিচকে দেখা গেল একসঙ্গে। এখনো পরিশ্রম চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। দুর্দান্ত হ্যাটট্রিকের পর রোনালদো নিজের অনুভূতি জানাতে লিখেছেন, ‘আরেকটি অবিশ্বাস্য দলীয় প্রচেষ্টা। এগিয়ে চলো আল নাসর।’ সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
দুই জগতের দুই মহাতারকা। সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি ও তাঁর পরিবারকে শুভকামনা জানিয়েছেন ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ।
স্মৃতি রোমন্থন? হ্যাঁ, যশপ্রীত বুমরা আপাতত সেটাই করছেন। পুরোনো দিনের ছবি পোস্ট করছেন। ১১ মাস পর মাঠের ক্রিকেটে ফেরা বুমরা অবশ্য মাঠের কোনো মুহূর্ত মিস করছেন না।
দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রোনালদো। দলও জিতেছে বড় ব্যবধানে। সৌদি আরবে যেন রোনালদোর আনন্দের কোনো সীমা নেই। দুর্দান্ত হ্যাটট্রিকের পর রোনালদো নিজের অনুভূতি জানাতে লিখেছেন, ‘আরেকটি অবিশ্বাস্য দলীয় প্রচেষ্টা। এগিয়ে চলো আল নাসর।’
রবিচন্দ্রন অশ্বিন ঘুরতে গিয়েছিলেন গোয়াতে
মানিয়ে নিতে সময়ই নিলেন না জুড বেলিংহাম। ৩ ম্যাচে গোল করেছেন ৪টি। সেল্তা ভিগোর বিপক্ষে শেষ সময়ে গোল করে দলকে জিতিয়ে উচ্ছ্বসিত এই ইংলিশ মিডফিল্ডার
একজনকে কি মিস করছেন? বীরেন্দর শেবাগ কিন্তু এই ফ্রেমে রাহুল দ্রাবিড়কে মিস করছেন। শেবাগ আর দ্রাবিড়কে ধারাভাষ্যকক্ষে কীভাবে পাবেন, ভারত জাতীয় দলের কোচ যে রণকৌশল সাজাতে ব্যস্ত
পরিশ্রম, পরিশ্রম ও পরিশ্রম! ১৮ বছরের ক্যারিয়ারে মুশফিকুর রহিমের মূলমন্ত্র এটাই।