ইউরোপিয়ান ফুটবল

কোন দল জিততে পারে কোন ট্রফি

মৌসুম শেষের দিকে প্রায়। ইউরোপের লিগগুলো শেষ হয়ে এসেছে বলে। শেষ চারের লড়াই শুরুর অপেক্ষা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগেও। ইউরোপের শীর্ষ পাঁচটি ফুটবল লিগ যে দেশগুলোতে হয়, সেই দেশগুলোর লিগ ও অন্যান্য ঘরোয়া ট্রফি জেতার সম্ভাবনায় কোন দল এগিয়ে? চ্যাম্পিয়ন লিগ ও ইউরোপা লিগেই–বা টিকে আছে কারা? চলুন দেখে নেওয়া যাক একনজরে—

ইংল্যান্ড

প্রিমিয়ার লিগের এক নম্বরে আছে আর্সেনাল

প্রিমিয়ার লিগ: মূল লড়াই শীর্ষে থাকা আর্সেনাল ও দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির মধ্যে। ৩২ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৫, ৩০ ম্যাচে সিটির ৭০। অঙ্কের হিসাবে এখনো ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসলের সম্ভাবনা আছে। তবে বাস্তবে সেই হিসাব মেলানো প্রায় অসম্ভবই।


এফএ কাপ: ফাইনালে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। ওদের প্রতিপক্ষ হওয়ার জন্য আজ ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ব্রাইটনের বিপক্ষে।


লিগ কাপ: ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়ে গেছে।

স্পেন

লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা

লা লিগা: বার্সেলোনাই এগিয়ে, ২৯ ম্যাচে পয়েন্ট ৭৩। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৫। এ ছাড়া অন্যদের আসলে সম্ভাবনা নেই বললেই চলে।


কোপা দেল রে: ৬ মে রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলবে ওসাসুনার বিপক্ষে।


স্প্যানিশ সুপার কাপ: এ বছর জানুয়ারিতে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা।

জার্মানি

বুন্দেসলিগা: মূল লড়াইটা বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের মধ্যে। ২৯টি করে ম্যাচ শেষে ডর্টমুন্ডের পয়েন্ট ৬০, বায়ার্নের ৫৯। ২৮টি করে ম্যাচ শেষে যথাক্রমে ৫২ ও ৫১ পয়েন্ট পাওয়া ইউনিয়ন বার্লিন ও লাইপজিগের সম্ভাবনা আছে কাগজে-কলমে।


জার্মান কাপ: সেমিফাইনালে ফ্রেইবুর্গ খেলবে লাইপজিগের বিপক্ষে, স্টুটগার্টের প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্ট।


জার্মান সুপার কাপ: মৌসুম শেষে খেলবে বুন্দেসলিগা ও জার্মান কাপের চ্যাম্পিয়ন দুই দল।

ইতালি

ইতালিতে চ্যাম্পিয়ন হওয়ার পথে নাপোলি

সিরি আ: নাপোলিকে চ্যাম্পিয়ন বলে দেওয়াই যায়। ৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট ওদের। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর।


ইতালিয়ান কাপ: সেমিফাইনালে ইন্টার মিলান খেলবে জুভেন্টাসের বিপক্ষে, ফিওরেন্তিনার প্রতিপক্ষ ক্রেমোনেসে।


ইতালিয়ান সুপার কাপ: এ বছর জানুয়ারিতে জিতেছে ইন্টার মিলান।

ফ্রান্স

লি আ-তে এগিয়ে পিএসজি

লিগ আ: ৩২টি করে ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা লেসের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে পিএসজি। পিএসজির চেয়ে এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট পিছিয়ে মার্শেই।


ফ্রেঞ্চ কাপ: ২৯ এপ্রিল ফাইনাল খেলবে নঁতে ও তুলুজ।


ফ্রেঞ্চ সুপার কাপ: মৌসুম শেষে খেলবে লিগ আ ও ফ্রেঞ্চ কাপের চ্যাম্পিয়ন দুই দল।

চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ম্যান সিটি খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে

সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলানের প্রতিপক্ষ এসি মিলান।

ইউরোপা লিগা

সেমিফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ সেভিয়া, রোমার প্রতিপক্ষ লেভারকুসেন