বাদ্যযন্ত্র হাতে জোব্বা পরা ক্রিস গেইল আর মার্সেলোর ফেরা

কালো জোব্বা পরা ক্রিস গেইলকে দেখে যে কেউ আঁতকে উঠতে পারেন। রিওতে নিজের শহরের ক্লাবে ফিরেছেন মার্সেলো। একই ফ্রেমে দেখা যাচ্ছে সেরেনা ও তাঁর পরিবারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
গত ২৫ ফেব্রুয়ারি ২৪তম জন্মদিন উদ্‌যাপন করেছেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। জন্মদিন উদ্‌যাপনের ছবি পোস্ট করে যাঁরা শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ইতালিয়ান গোলরক্ষক
এক ফ্রেমে ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী তারকারা। ‘ক্লাস অব ৮৩’ লিখে ছবিটি পোস্ট করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী
কন্যা ও স্বামীর সঙ্গে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এক পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে মজা করার কথা জানিয়েছেন সেরেনা
‘আমার ঘর, মানুষ এবং এখানকার জীবনধারাকে নিয়ে গর্বিত। আন্দালুসিয়া আমার শহর’—নিজের শহর সেভিয়াকে নিয়ে ভালোবাসাটা এভাবেই জানালেন সাবেক স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রামোস
সাবেক কোচ রবি শাস্ত্রীকে কাছে পেয়ে এভাবেই ছবি তুললেন যুজবেন্দ্র চাহাল
জন্মশহর রিও ডি জেনিরোর ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মার্সেলো। দারুণ সব অর্জন সঙ্গে নিয়ে আবার সেই ফ্লুমিনেন্সে ফিরে এসেছেন এই ব্রাজিলিয়ান তারকা। এই ছবি দিয়ে লিখেছেন, ‘পরিবার নিয়ে নিজের শহরে ফিরতে পেরে আনন্দিত।’
এ কোন ক্রিস গেইল! জোব্বা পরে বাদ্যযন্ত্র হাতে ক্রিস গেইলকে দেখে এমন কৌতূহল মনে জাগতেই পারে। দুবাইয়ে মরুর বুকে এমন আনন্দময় সময় কাটাচ্ছেন ‘ইউনিভার্স বস’