ফটো ফিচার

চট্টগ্রামের গ্যালারিতে দর্শকের ঘুম, মোস্তাফিজের আনন্দ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখতে দেখতে গ্যালারিতে ঘুমিয়ে পড়েছেন এক দর্শক। বাংলাদেশের সিরিজ জয়ে অবদান রাখতে পেরে খুশি মোস্তাফিজুর রহমান। আজ ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা ঘটনার ছবি নিয়ে এই আয়োজন—
২২ মার্চ শুরু হবে এবারের আইপিএল। তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের দামামা বেজে গেছে। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানসের নতুন কোচ মার্ক বাউচার আর নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া আজ প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন। বাউচার-পান্ডিয়ার হাতে তাঁদের স্বাক্ষরিত বল, পেছনে লেখা ‘মুম্বাই আমার জান’
পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের ইফতার আয়োজনে পাকিস্তানের তিন পেস-সহোদর নাসিম শাহ (মাঝে), উবাইদ শাহ (ডানে) ও হুনাইন শাহ। তাঁদের দল ইসলামাবাদ আজ মুলতান সুলতানসের বিপক্ষে পিএসএল ফাইনাল খেলছে
মায়ামি ওপেন খেলতে নাওমি ওসাকা এখন যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে জেফ হ্যামিল্টন ব্র্যান্ডের জ্যাকেট উপহার পেয়ে খুশি জাপানি টেনিস তারকা
পরিবার নিয়ে প্যারিসের ডিজনিল্যান্ডে ঘুরতে গেছেন গ্যাব্রিয়েল জেসুস। ছবিটি পোস্ট করে আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসার মানুষদের সঙ্গে স্মৃতি সংগ্রহ করছি’
মরক্কো সফরে গেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে দেশের নারীদের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে উচ্ছ্বসিত তিনি
এবারের আইপিএলে খেলোয়াড় হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শুধু মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার খেলবেন চেন্নাই সুপার কিংসে। সব ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার আইপিএল খেলতে ভারতে যাবেন মোস্তাফিজ। এর আগে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন। ম্যাচ শেষে ট্রফি নিয়ে সতীর্থ সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে মোস্তাফিজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’
একে তো রোজার মাস, তার ওপর বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেটা হয়েছে দিনের বেলায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ খেলা দেখতে যাওয়া গুটিকয়েক দর্শকের মধ্যে ছিলেন ইনিও। ভরদুপুরে খেলা দেখতে দেখতে হয়তো ঘুম পেয়েছিল তাঁর। গ্যালারির চেয়ারগুলোতে শরীর বিছিয়ে ঘুমিয়ে পড়েছেন তিনি