পুরো মৌসুমে ৮ ম্যাচ খেলে ১ টি গোল করেছেন রোনালদো
পুরো মৌসুমে ৮ ম্যাচ খেলে ১ টি গোল করেছেন রোনালদো

‘সমালোচকদের মুখ বন্ধ করে দেবে রোনালদো’

মৌসুম শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের বোধ হয় দুটি চাওয়া ছিল। প্রথমটি আগের মৌসুমের হতাশা কাটিয়ে এ মৌসুমে দারুণভাবে শুরু করা । পরেরটি ঘরের ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো ইউনাইটেডের জার্সিতে যেন জ্বলে ওঠেন। প্রথমটি বোধ হয় অনেকটাই পূরণ হয়েছে।

টেন হাগের অধীনে লিগের শুরুর দুই ম্যাচে বাজেভাবে হেরেছে ইউনাইটেড। এরপর অবশ্য ঘুরে দাঁড়িয়েছে ওল্ড ট্রাফোর্ডের দলটি। টানা জিতেছে পরের চারটা ম্যাচ। যার দুটি আবার লিভারপুল ও আর্সেনালের মতো পরাশক্তির বিপক্ষে। তবে সমর্থকদের দ্বিতীয় প্রত্যাশাটি পূরণ হয়নি। রোনালদো এখনো জ্বলে উঠতে পারেননি। লিগে ৬ ম্যাচ খেলে তো গোলের খাতাই খুলতে পারেননি। পুরো মৌসুমে ৮ ম্যাচ খেলে গোল করেছেন একটি, সেটা ইউরোপা লিগে পেনাল্টি থেকে।

সবচেয়ে বড় কথা, টেন হাগের প্রথম একাদশে জায়গাই পাচ্ছেন না পর্তুগিজ তারকা। প্রতি মৌসুমে গোলসংখ্যাকে একসময় অন্য উচ্চতায় নিয়ে যাওয়া রোনালদোর গোলের জন্য এত হাপিত্যেশ! তাই সমালোকেরাও চুপ করে বসে নেই। প্রতিনিয়তই তাকে শুনতে হচ্ছে, তিনি ফুরিয়ে গেছেন।

স্পেনের বিপক্ষে হারের পর রোনালদো

এমনকি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভালো না খেলায় খোদ পর্তুগিজ মিডিয়াও রোনালদোর সমালোচনা করেছে। এই দুঃসময়ে রোনালদো অবশ্য পাশে পাচ্ছেন টেন হাগকে। যে কোচের প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না রোনালদো, সেই টেন হাগই মনে করছেন, রোনালদো স্বরূপে ফিরবেন ও সমালোচকদের মুখ বন্ধ করে দেবেন।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন হাগ বলেছেন, ‘রোনালদো এই পরিস্থিতির সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিতে পারবে। পুরো বিশ্ব তার দিকে তাকিয়ে আছে, তার কাছে ভালো কিছু প্রত্যাশা করে। আমি নিশ্চিত সে স্বরূপে ফিরবে। সে স্বরূপে ফিরলে সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে। আমার রোনালদোর প্রতি বিশ্বাস আছে।’
রোনালদো বড় ম্যাচের খেলোয়াড়, তাঁর ভক্তরা এমনটাই দাবি করেন। সে ক্ষেত্রে রোববার ম্যানচেস্টার ডার্বিই তাঁর জ্বলে ওঠার মঞ্চ। রোনালদো–ভক্তদের দাবির যথার্থতা আরও একবার প্রমাণ করতে পারবেন তো!