ফটো ফিচার

ওয়ার্নার–স্মিথরা ঘুরছেন, মেসি অনুশীলন করছেন

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
বিড়াল খুব ভালোবাসেন আলেক্সিয়া পুতেয়াস। ব্যায়াম করতে গেলেও পোষা বিড়ালটিকে সঙ্গে রাখেন বার্সেলোনার নারী ফুটবল দলের তারকা খেলোয়াড়
দিনের শুরুটা এর চেয়ে ভালো আর কী হতে পারে—সকালের হাঁটাহাঁটি আর হালকা ব্যায়ামের এ ছবি দিয়ে ফাফ ডু প্লেসি এটাই লিখেছেন
মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেল্‌প্‌স পুলকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। হাতে এখন তাঁর অফুরন্ত সময়। এর কিছুটা তিনি পরিবার নিয়ে ঘুরেফিরেও কাটিয়ে দেন
প্রিয়তমার জন্মদিনে এ ছবি দিয়েই শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার মাচেরানো
টেনিস যখন থাকে না, নাওমি ওসাকার অনেকটা সময় কাটে ফ্যাশন নিয়ে
পরিবার নিয়ে ঘোরাঘুরি চলছে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের
এথেন্সে সেরেনা উইলিয়ামস। প্রাচীন স্থাপত্যশৈলীর সামনে তিনি, পেছনে উদীয়মান সূর্য। ছবিটি দিয়ে আলো ছড়ানোর প্রত্যয়ের কথা ঘোষণা করেছেন মার্কিন টেনিস তারকা
প্রিয়তমা ড্যানি উইলসকে নিয়ে গভর্নর্স আইল্যান্ডে দারুণ সময় কাটছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের
তিন মেয়ের সঙ্গে বেড়ানোয় ব্যস্ত ডেভিড ওয়ার্নার। মেয়েদের যে খুব ভালোবাসেন, সেই ঘোষণা আরও একবার দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার
বেড়ানো শেষ করে লিওনেল মেসি ফিরেছেন প্যারিসে। সেখানে চলছে পিএসজির হয়ে আগামী মৌসুমের প্রস্তুতি। অনুশীলনে বল নিয়ে কারিকুরি আর্জেন্টিনা অধিনায়কের