ফটো ফিচার

কিংবদন্তির সঙ্গে মার্সেলো, সবাইকে সমুদ্রে আমন্ত্রণ রোনালদিনিওর

কিংবদন্তি রোনালদো নাজারিওর দেখা পেয়ে আনন্দিত ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো। সমুদ্রসৈকতে মজার সময় কাটাচ্ছেন রোনালদিনিও। অন্যদেরও সেই মজায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলের সাবেক প্লেমেকার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আজকের এ আয়োজন—
পিএসজি তাঁকে দেওয়া দুই সপ্তাহের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আজ আজাকসিওর বিপক্ষে খেলবেন লিওনেল মেসি। এর আগে অনুশীলনের ছবিটি দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক
আজ ছিল শুক্রবার। ছবিটি দিয়ে সবাইকে জুমার নামাজের শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির রহমান
ফুটবল খেললেও বাস্কেটবলে আগ্রহ কম নয় ভিনিসিয়ুস জুনিয়রের। এনবিএর দল অল স্টারের এক তারকার সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড
১৯ বছর পর মাদ্রিদে নিজের একটি পছন্দের জায়গায় ফিরতে পেরে আনন্দিত দানি কারবাহাল
বক্সার নিখাত জেরিনের সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে খুশি ভারতের নারী দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানা
বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ
কাইরন পোলার্ডের জন্মদিনে শুভেচ্ছা না জানিয়ে কি পারেন ডোয়াইন ব্রাভো? শুভেচ্ছা জানিয়ে ছবিটি সাবেক সতীর্থকে সম্বোধন করেছেন ‘লর্ড’ বলে
ছেলে ও মেয়ের সঙ্গে ছবিটি দিয়ে তাসকিন আহমেদ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন
কিংবদন্তি রোনালদো নাজারিওর দেখা পেয়ে আনন্দিত ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো ছবিটি দিয়ে লিখেছেন, ‘কিংবদন্তি, সর্বোচ্চ শ্রদ্ধা।’
সমুদ্রসৈকতে মজার সময় কাটাচ্ছেন রোনালদিনিও। অন্যদেরও সেই মজায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলের সাবেক প্লেমেকার