ফটো ফিচার

সিডনি অপেরা হাউসে লিটনরা আর নেইমারের অপেক্ষা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচ খেলতে লিটন দাস-ইয়াসির আলীরা এখন সিডনিতে। অস্ট্রেলিয়ার এ শহরে গিয়ে একবার সিডনি অপেরা হাউসে না গেলে কি চলে! আর নেইমার শুরু করে দিয়েছেন কাতার বিশ্বকাপের ক্ষণগণনা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি-
ছোট ছেলে লাউতির চতুর্থ জন্মদিন। লাউতি যে বেশ দুষ্টু, সেটা সুয়ারেজ জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে লিখেছেনও। তবে সেটা না লিখলেও হয়তো চলত, এ ছবিটি দেখলেই যে কেউ বুঝে নিতে পারবেন, সুয়ারেজের ছোট ছেলে যে বড় দুষ্টু!
বিশ্বকাপে খেলতে যুজবেন্দ্র চাহাল এখন অস্ট্রেলিয়ায়। দূর পরবাসে থাকলেও দীপাবলির কথা ভোলেননি ভারতের স্পিনার। ছবিটি দিয়ে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি
লুইস হ্যামিল্টন এ কুকুরটিকে পুষছেন ১০ বছর পূর্ণ হলো। দশকপূর্তি সবাইকে জানিয়ে দিলেন ফর্মুলা ওয়ান রেসার
কাতার বিশ্বকাপ শুরু হতে এক মাসের চেয়ে একটু কম সময় বাকি। নেইমারের যেন তর সইছে না। ব্রাজিলের জার্সি গায়ে জাতীয় সংগীতে কণ্ঠ মেলানোর ছবিটি দিয়ে এ কথাই লিখেছেন
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচ খেলতে লিটন দাস-ইয়াসির আলীরা এখন সিডনিতে। অস্ট্রেলিয়ার এ শহরে গিয়ে একবার সিডনি অপেরা হাউসে না গেলে কি চলে!