ফটো ফিচার

লিভারপুলে বেলা শেষের ক্লপ

লিভারপুলের হয়ে শেষ সংবাদ সম্মেলনে ইয়ুর্গেন ক্লপের হাতে তুলে দেওয়া হয় স্মারক উপহার। ওল্ড ট্রাফোর্ডের সবুজ গালিচার পরশে আলেহান্দ্রো গারনাচোর শিশুপুত্র। মাঠ ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
ট্যাবে স্ত্রী নাতাশা জৈনর সঙ্গে ভিডিও চ্যাট করছেন গৌতম গম্ভীর। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পরামর্শকের দায়িত্বে থাকা গম্ভীর ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সব সময় আমার পাশেই থাকে’
৭ মাস বয়সী ছেলে এনজোকে নিয়ে ওল্ড ট্রাফোর্ডে এসেছেন আলেহান্দ্রো গারনাচো। ছেলেকে মাঠে বসিয়ে রেখে কিছুক্ষণ খুনসুটিতেও মেতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস’
স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছেন তামিম ইকবাল
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি–টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। জায়গা হয়নি আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ দলেও। টেম্বা বাভুমার জন্য ৩৪তম জন্মদিনটা আক্ষরিক অর্থেই আঁধার পেরিয়ে আলোর অপেক্ষায় থাকার। ছবিটি পোস্ট করে বাভুমা লিখেছেন, ‘সেরাটা এখনো বাকি’
মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এনদ্রিক ফেলিপে। তার আগে প্রেমিকার সঙ্গে দারুণ সময় পার করছেন ব্রাজিলের এই ‘বিস্ময়বালক’
টিম হোটেলে পৌঁছে বাস থেকে নামছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকা থেকে দুবাই হয়ে প্রায় ২৫ ঘণ্টার বিমানযাত্রার পর প্রচণ্ড বৃষ্টির মধ্যে আজ স্থানীয় সময় ভোরে হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ দল। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এখানেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি–টোয়েন্টির প্রস্তুতিমূলক সিরিজ খেলবেন নাজমুল–মাহমুদউল্লাহরা
জিমে ঘাম ঝরানোর ফাঁকে করিম বেনজেমার সেলফি। ক্যাপশনে ধূমকেতুর ইমোজি দিয়ে শুধু ‘৯’ লিখেছেন। তিনি যে নাম্বার নাইন, সেটাই বোঝাতে চেয়েছেন
লিভারপুলের হয়ে শেষ সংবাদ সম্মেলনে ইয়ুর্গেন ক্লপের হাতে তুলে দেওয়া হয় স্মারক উপহার