ফটো ফিচার

শোয়েব আখতারের ‘ইয়া হাবিবি’ আর নেইমারের ভাই-বন্ধুর জন্মদিন

আরব পোশাকে খেলার মাঠে শোয়েব আখতার। প্রিয় মানুষের সান্নিধ্যে লিটন দাস ও হার্শেল গিবস। সুনীল গাভাস্কারের মজার প্রশ্ন। ঘুরতে গেছেন ফেরান তোরেস। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার জগতের তারকাদের নির্বাচিত ছবি—
ভারত-ইংল্যান্ড টেস্টের ধারাভাষ্য দিতে রাজকোটে গেছেন সুনীল গাভাস্কার। রাস্তার পাশে নিজের নামের খাওয়ার হোটেলে দাঁড়িয়ে ছবি তুললেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। ‘সানি’ নামে পরিচিত গাভাস্কার ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘এই সানির নয়। তাহলে কোন সানির? কোনো ধারণা আছে?’
তুমি পাশে থাকাই আমার সুখ—স্ত্রীর সঙ্গে তোলা ছবি দিয়ে এমনটাই লিখেছেন লিটন দাস
প্যারিসে অ্যাডিডাস অ্যারেনায় গিয়ে বেশ খোশমেজাজেই ছিলেন আশরাফ হাকিমি
সঙ্গীর সঙ্গে ভালোবাসা দিবস উদ্‌যাপনের স্মৃতি হার্শেল গিবসের
ক্রিস গিদেজের সঙ্গে নেইমারের বন্ধুত্ব বেশ গভীর। গিদেজের জন্মদিন উপলক্ষে যেমন এমন বেশ কয়েকটি ছবি দিয়ে নেইমার লিখেছেন, ‘আজ আমার ভাইয়ের জন্মদিন। আমার সেই বন্ধু, যে অনেকটা আমারই মতো (যদিও এটা ভালো না মন্দ জানি না)
শনিবার ছুটির দিনে ঘুরতে গেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস
দুবাইয়ে আইএলটি–টোয়েন্টির ফাইনালের আগে এমন বেশেই মাঠে হাজির শোয়েব আখতার। নিজেই লিখেছেন, ‘ইয়া হাবিবি’