ফটো ফিচার

শামি–সিরাজ–শাদাব–বিসমাহদের ঈদের আমেজ

বাংলাদেশের মতো ভারত আর পাকিস্তানেও ঈদ উদ্‌যাপন হচ্ছে। কিছু সময়ের জন্য ক্রিকেটকে পাশে সরিয়ে রেখে ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ আর পাকিস্তানের শাদাব খান ও বিসমাহ মারুফরা মেতে উঠেছেন ঈদের আনন্দে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
পরিবারের সদস্যদের সঙ্গে ছবিটি দিয়ে পাকিস্তানের নারী ক্রিকেটার বিসমাহ মারুফ লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।’
আইপিএলে আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলা ছিল মোহাম্মদ শামির গুজরাট টাইটানসের। লক্ষ্ণৌয়ে ম্যাচ খেলতে গিয়ে সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় পেসার
উমরান মালিক আইপিএল খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আজ তাঁর দলের ম্যাচ না থাকায় ঈদটা ভালোভাবেই উদ্‌যাপন করতে পেরেছেন ভারতের ফাস্ট বোলার
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের খেলা চলছে পাকিস্তানের। তবে আজ খেলা ছিল না, তাই ছিল না তেমন ব্যস্ততাও। ঈদের আনন্দটা ভালোভাবেই উপভোগ করতে পেরেছেন পাকিস্তানের স্পিনার
সন্তানদের নিয়ে পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজের ঈদ উদ্‌যাপন
পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ