ফটো ফিচার

‘ধন্যবাদ স্নাইপার’

এ মৌসুম শেষে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টনি ক্রুস। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দিয়ে বিদায় নেবেন রিয়াল মাদ্রিদ থেকেও। ক্রুসের বিদায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ধন্যবাদ দিয়েছেন সতীর্থরা। ক্রুসকে কিংবদন্তি উল্লেখ করে তাঁর জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার কথা বলেছেন ভিনিসিয়ুস-কোর্তোয়ারা।
‘এই বছর তোমার সঙ্গে ভাগাভাগি করা ছিল দারুণ আনন্দের বিষয়। তুমি সবকিছুর জন্য দৃষ্টান্ত। রিয়ালের কিংবদন্তি।’ এই ক্যাপশনে ক্রুসকে বিদায়ী বার্তা দিয়েছেন রিয়ালের চ্যাম্পিয়নস ফাইনালে ওঠার নায়ক জুসেলো
ক্রুসের সঙ্গে ছবি পোস্ট করে এদুয়ার্দো কামাভিঙ্গা লিখেছেন, ‘শেষ তিন বছর তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দদায়ক। দল তোমাকে মিস করবে। ক্লাব এবং ফুটবলের কিংবদন্তি হিসেবে তুমি বিদায় নিচ্ছ। ধন্যবাদ স্নাইপার।’
ক্রুসকে শুভকামনা জানানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ও ইউরোর চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিতে ভুললেন না ক্লাব জাতীয় দল সতীর্থ আন্তোনিও রুডিগার। ক্রুসের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘শুভ অবসর। আমি যাদের সঙ্গে খেলেছি তুমি তাদের সেরাদের একজন। তোমাকে মিস করব। কিন্তু আমাদের সামনে দুটি বড় চ্যালেঞ্জ এখনো বাকি আছে।’
‘রিয়াল মাদ্রিদের জার্সিতে তোমার সঙ্গে খেলাটা ছিল সৌভাগ্য ও সম্মানের বিষয়। চলো মৌসুমের শেষ ট্রফিটাও নিয়ে আসি।’ এমন ক্যাপশনে ক্রুসকে বিদায়ী বার্তা দিয়েছেন রিয়াল ডিফেন্ডার ফেঁরলা মেন্দি
ক্রুসের বিদায় ঘোষণা যে রিয়াল খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য আরও উজ্জীবিত করে তুলেছে, সেটি মনে করিয়ে দিয়ে আরেলিয়েন চুয়ামেনি লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মায়েস্ত্রো। প্রতিদিন তোমার গ্রেটনেস দেখতে পারাটা ছিল দারুণ ব্যাপার। সর্বকালের সেরাদের একজন। জীবনে তোমার সঙ্গে খেলতে পেরেছি, এটা বলতে পেরে সৌভাগ্যবান মনে করছি। ১৫তম চ্যাম্পিয়নস লিগের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার আরেকটি কারণ পাওয়া গেল।’
‘ফুটবল আমাকে তোমার সঙ্গী হওয়ার, শেখার এবং অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ করে দিয়েছে।’ এই ক্যাপশনে ক্রুসকে বিদায়বেলায় ধন্যবাদ দিয়েছেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।
মাত্র কদিন আগেই চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে দারুণ একটি পাসে ভিনিসিয়ুস জুনিয়রকে দিয়ে গোল করিয়েছিলেন ক্রুস। সেই গোলের পর ক্রুসকে কুর্নিশ করেন ভিনি। সেই কুর্নিশের ছবি পোস্ট করে রিয়ালের এ ব্রাজিলিয়ান উইঙ্গার লিখেছেন, ‘জিনিয়াস। তোমাকে সংজ্ঞায়িত করতে এটিই সবচেয়ে কাছাকাছি শব্দ টনি। তবু তোমার যা প্রাপ্য এটা তার থেকে অনেক দূরের। প্রতিটি পাসের ধন্যবাদ।’