আফগানদের আমন্ত্রণে নৈশভোজে নাজমুল-মাহমুদউল্লাহরা

ঐতিহ্য ও রীতি অনুযায়ী বাংলাদেশ দলকে ‘বিশেষ ট্রিট’ দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শারজায় গত রাতের আয়োজনে নাজমুল-মাহমুদউল্লাহরা উপহার হিসেবে পেলেন গালিচা। ছিল শুকনা ফলের সমারোহ। নৈশভোজের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে এই আয়োজন—
শারজায় নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশ ও আফগানিস্তান দল
নৈশভোজে কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তাবাদাম, আখরোটসহ নানা ধরনের শুকনা ফলের সমারোহ
নৈশভোজে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান (বাঁয়ে) ও অলরাউন্ডার গুলবদিন নাইব
আফগান ব্যাটসম্যান রহমত শাহর হয়তো তৃষ্ণা পেয়েছিল
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ফিল সিমন্সকে (ডানে) হাতে বানানো ঐতিহ্যবাহী গালিচা (কার্পেট) উপহার দিচ্ছেন আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট
আফগানিস্তানের কোচিং স্টাফ যেন মনোযোগী শ্রোতা
মাহমুদউল্লাহকে ফলভর্তি বক্স উপহার আফগান পেসার ফজলহক ফারুকির
সিরিজের স্কোয়াডে থাকা দুই দলের খেলোয়াড়দের ছবি নিয়ে বানানো হয়েছে বোর্ড। তাতে স্বাক্ষর করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন (বাঁয়ে) ও আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি
দুই অধিনায়ক নাজমুল (বাঁয়ে) ও শহীদির সই করা বোর্ড প্রদর্শন
নাজমুলকে গালিচা উপহার দিচ্ছেন শহীদি