কদিন আগেই তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে চতুর্থ হয়েছেন। কাজাখস্তানে ইনডোর অ্যাথলেটিকসের এই ইভেন্টেই গত বছর সোনা জিতেছেন। কিন্তু এবার সেই সাফল্য ধরে রাখতে পারেননি ইমরানুর। তেহরান-হতাশার পর বাংলাদেশের দ্রুততম মানব আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে নেমেছেন। নিজের হিটে তৃতীয় হয়ে উঠে গেছেন সেমিফাইনালে। ইমরানুরের সেমিফাইনাল বাংলাদেশ সময় রাত ১টা ৫৩ মিনিটে।
৬০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নেওয়া ৪৮ জনের মধ্যে ১৭তম হয়েছেন ইমরানুর। সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে ইমরানুর ফাইনালে উঠতে পারলে সেটিও বাংলাদেশ সময় আজ ভোররাতে হওয়ার কথা। বিশ্ব ইনডোরের সর্বশেষ আসরেও সেমিফাইনালে খেলেছিলেন বাংলাদেশের এই স্প্রিন্টার।
গ্লাসগোতে ৬০ মিটার স্প্রিন্টে সাতটি হিট হয়েছে। প্রতি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালের টিকিট পেয়েছেন। অবশিষ্টদের মধ্যে শীর্ষ তিনজনও উঠেছেন সেমিফাইনালে। ইমরানুর সাত নম্বর হিটে ৬.৬৪ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়েছেন। গত মাসে তেহরানে এশিয়ান ইনডোরের ফাইনালে দৌড়েছেন ৬ দশমিক ৬৭ সেকেন্ড। ইভেন্টটিতে তাঁর সেরা ৬.৫৯ সেকেন্ড।