ফটো ফিচার

আনন্দ–উচ্ছ্বাসে জমে ওঠা অলিম্পিক

অলিম্পিকময় প্যারিস এখন জাদুর শহর। বিশ্বসেরা অ্যাথলেটদের মিলনমেলায় জমে উঠেছে পুরো শহরটি। এরই মধ্যে হয়ে গেছে দশের বেশি পদকের মীমাংসাও। যেখানে দেখা মিলেছে আনন্দ–উচ্ছ্বাসময় নানা দৃশ্যের। অলিম্পিকের তেমনই কিছু মুহূর্তের ছবি নিয়ে এ আয়োজন—
অলিম্পিকের প্রথম দিনের গোধূলিবেলায় এভাবে আগুনরঙা রূপ নিয়ে ক্যামেরাবন্দী হয়েছে আইফেল টাওয়ার
নারীদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জয়ের পর এমনই বাঁধনহারা উচ্ছ্বাসে ভেসেছেন চার অস্ট্রেলিয়ান সাঁতারু
পুরুষদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জয়ের পর পোডিয়ামে এমনই হাস্যোজ্জ্বল ছিলেন যুক্তরাষ্ট্রের সাঁতারুরা
ফেন্সিংয়ে নারী এককের ফাইনালে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে লড়ছেন হংকংয়ের ম্যান ওয়াই ভিভিয়ান কং (ডানে) ও ফ্রান্সের অরিয়ানে মালো–ব্রেটন। এই প্রতিযোগিতায় সোনা জেতেন হংকংয়ের ম্যান ওয়াই
ইতিহাস গড়ে মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জয়ের পর এভাবেই উদ্‌যাপন করলেন অস্ট্রেলিয়ান সাঁতারু অ্যারিয়ার্না টিটমাস
এক ফ্রেমে স্প্যানিশ টেনিসের দুই প্রজন্ম। অলিম্পিকের টেনিস দ্বৈতে স্পেনের হয়ে জুটি বেঁধেছেন কিংবদন্তি রাফায়েল নাদাল ও এ সময়ের সেরা তারকা কার্লোস আলকারাজ। প্রথম রাউন্ডে জিতেছেন তাঁরা
অলিম্পিকে ইসরায়েল ও প্যারাগুয়ে ম্যাচে এভাবেই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে প্রতিবাদ জানান এক দর্শক  
সার্ফিংয়ে প্রথম রাউন্ডের হিটে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সার্ফার গ্রিফিন কোলাপিন্টো