দুই তরুণীর পাকিস্তান ও ভারতের পতাকা নিয়ে তোলা ছবিটি ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের আগে নিউইয়র্কে তোলা।
দুই তরুণীর পাকিস্তান ও ভারতের পতাকা নিয়ে তোলা ছবিটি ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের আগে নিউইয়র্কে তোলা।

ভারত-পাকিস্তানের এবার কাবাডি নিয়েও টানাটানি

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়ে রীতিমতো মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। ভারত টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানে যেতে রাজি নয়, খেলতে চায় অন্য কোথাও। আর পাকিস্তান অন্য কোনো দেশে ম্যাচ আয়োজন করতে রাজি নয়, চলছে ভারতকে ছাড়াই পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজনের ভাবনা।

ক্রিকেটে ভারত-পাকিস্তানের বিপরীতমুখী অবস্থানের রেশ এবার কাবাডিতেও। ভারত সরকার তাদের কাবাডি দলের পাকিস্তান সফর আটকে দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ব্লাইন্ড ক্রিকেট দলও এখনো সরকারের ছাড়পত্র পায়নি।

পাকিস্তানের জিও টিভির অনলাইন খবরে বলা হয়, আগামী সপ্তাহে পাকিস্তানের মাটিতে ভারত কাবাডি দলের তিনটি ম্যাচ খেলার কথা। এ জন্য ভারত কাবাডি দল পাকিস্তান ভ্রমণের অনুমতি চাইলে তা প্রত্যাখ্যান করা হয়েছে। এরই মধ্যে খবরটি ভারতের দিক থেকে পাকিস্তান কাবাডি ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর কর্তারপুর, ২১ নভেম্বর লাহোর এবং ২৩ নভেম্বর ভাওয়ালপুরে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তান কাবাডি দলের। ভারত সরকারের সিদ্ধান্তে সেটি থমকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান কাবাডি ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ সারওয়ার, ‘এটা হতাশাজনক। আমরা এই ম্যাচগুলোর জন্য বিশেষভাবে অনুশীলন ক্যাম্প করেছি, দুই দেশের সমর্থকদের জন্য আনন্দদায়ক আয়োজন উপহার দিতে অর্থও ব্যয় করা হয়েছে।’

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতের ব্লাইন্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে পাকিস্তানে। এই টুর্নামেন্টের জন্য ভারত ব্লাইন্ড দলকে পাকিস্তানে যাওয়ার অনাপত্তিপত্র দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় দলটি এখনো অনিশ্চয়তায় আছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার (সিএবিআই) সাধারণ সম্পাদক শৈলেন্দ্র যাদব জানান, দুই সপ্তাহ ধরে সরকারের অনুমতির অপেক্ষায় আছে তাদের দল, ‘আমরা এখন সরকারের “হ্যাঁ” বা “না” শোনার অপেক্ষায় আছি।’

ভারতের ব্লাইন্ড ক্রিকেট দল পাকিস্তানে সর্বশেষ সফর করেছে ২০১৪ সালে। তবে ক্রিকেটের জন্য ভারতের কোনো দল সর্বশেষ পাকিস্তানে গেছে ২০০৮ সালে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির জন্য আবার পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও ভারত সেখানে যেতে রাজি নয়। এরই মধ্যে আইসিসিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছে আইসিসির কাছে। পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে ভারতকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো টুর্নামেন্টে মুখোমুখি না হওয়ার জোরালো আওয়াজ শোনা যাচ্ছে।