উচ্ছ্বসিত বাংলাদেশের মেয়েরা
উচ্ছ্বসিত বাংলাদেশের মেয়েরা

এএইচএফ কাপ হকি

টানা তৃতীয় জয়ে প্রথম এশিয়া কাপের পথে বাংলাদেশের মেয়েরা

প্রথম ম্যাচে দুবার পিছিয়ে পড়ে থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচেও জয় পেতে ঘাম ঝরেছে তাঁদের। হংকং চায়নার বিপক্ষে জয় আসে ২-১ গোলে।

সিঙ্গাপুরে অনুষ্ঠানরত এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ অনূর্ধ্ব-২১ হকিতে মেয়েদের বিভাগে বাংলাদেশ আজ টানা তৃতীয় জয় পেয়েছে। তবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে ৭-২ গোলের সহজ জয়ই পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। এর আগে গতকাল ছেলেদের বিভাগেও বাংলাদেশ ৫-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে

মেয়েদের বিভাগে বাংলাদেশের চতুর্থ ম্যাচ আগামীকাল বুধবার শক্তিশালী চায়নিজ তাইপের সঙ্গে। বাকি দুটি ম্যাচের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। ৭ দলের লিগভিত্তিক খেলায় সব দলেরই ছয়টি করে ম্যাচ। শীর্ষ চার দলের মেয়েদের অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার কথা। আজকের জয়ে সে পথে অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশ।

বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের একটি মুহূর্ত

বাংলাদেশ এর আগে মেয়েদের এশিয়া কাপ খেলেনি। সেদিক থেকে বাংলাদেশের মেয়েরা একটা মাইফলকেই পা রাখতে চলেছেন। বাংলাদেশ দলের কোচ জাহিদ হোসেন সিঙ্গাপুর থেকে ফোনে প্রথম আলোকে বলেছেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েদের এশিয়া কাপ হকিতে খেলা উজ্জ্বল হলো। প্রথম তিন ম্যাচেই জিতে আমরা এখন সেরা চারে থাকার অন্যতম বড় দাবিদার।’

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই আইরিন রিয়া এগিয়ে নেন বাংলাদেশকে; কিন্তু চতুর্থ মিনিটে দুই গোল খেয়ে বসেন লাল-সবুজ মেয়েরা। ধীলানি রাজাপাকশের জোড়া গোলে শ্রীলঙ্কা এগিয়ে যায় ২-১ গোলে।

একাই ৪ গোল করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অর্পিতা পাল

তবে এরপর আর বাংলাদেশকে পেছন ফিরে তাকাতে হয়নি। দশম মিনিটে নাদিরা ইমার গোলে ২-২; ২৪-২৬, তিন মিনিটে টানা তিন গোল করে বাংলাদেশ মুঠোয় ম্যাচ এনে দেন ‘নাম্বার টেন’ অর্পিতা পাল। ২৯ মিনিটে সোনিয়া ও ৩২ মিনিটে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি করেন অর্পিতা। অর্পিতার চার গোলই এসেছে পেনাল্টি কর্নারে। ম্যাচসেরাও হয়েছেন তিনি।