ক্লাব কাপ হকির সেমিফাইনালে বড় ব্যবধানে জিতেছে মেরিনার্স
ক্লাব কাপ হকির সেমিফাইনালে বড় ব্যবধানে জিতেছে মেরিনার্স

ক্লাব কাপ হকি

ঊষাকে উড়িয়ে ফাইনালে মেরিনার্স

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহামেডানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল মেরিনার ইয়াংস। সেদিনই নিজেদের শক্তি জানান দেয় ক্লাব কাপ হকির বর্তমান চ্যাম্পিয়নরা। মেরিনার্স যে মোহামেডানকে ফাঁকতালে বড় ব্যবধানে হারায়নি, তা আজ সেমিফাইনালে প্রমাণ দিয়েছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে ঊষা ক্রীড়া চক্রকে ৮-৪ গোলে উড়িয়ে মেরিনার্স পৌঁছে গেছে ক্লাব কাপের ফাইনালে।

ক্লাব কাপে এটি মেরিনার্সের তৃতীয় ফাইনাল। সর্বশেষ আসর ২০২১ সালে ফাইনালে মেরিনার্সের প্রতিপক্ষ ছিল আবাহনী। ২০০৩ সালে তারা প্রথমবার ফাইনালে খেলে আবাহনীর কাছে হেরেছিল। এবার ২ মার্চের ফাইনালে মেরিনার্স সামনে পাবে আজই আবাহনী-মোহামেডান দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলকে।

মেরিনার্সকে টানা দ্বিতীয় ফাইনালে নিতে জ্বলে উঠেছে গত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা সোহানুর রহমানের স্টিক। ৮ গোলের ৪টিই তাঁর। মাইনুল ইসলাম ২টি গোল করেছেন। ভারতীয় খেলোয়াড় মিথিলেশ ও অধিনায়ক ফজলে হোসেন করেছেন অন্য ২টি গোল। ঊষার ৮ গোলের ৪টি এসেছে পেনাল্টি কর্নার থেকে, ১টি পেনাল্টি স্ট্রোকে।
ঊষার জার্সিতে পাকিস্তানের খেলোয়াড় মোহাম্মদ শারিক হ্যাটট্রিক করলেও দলের বড় হার রুখতে পারেননি।

মেরিনার্সের কাছে পাত্তা পায়নি ঊষা ক্রীড়া চক্র

৪৩ মিনিট পর্যন্ত এই ম্যাচ ছিল একতরফা। স্কোরলাইন তখন ৬-০। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ঊষা। শেষ ১৭ মিনিটে মেরিনার্স ২ গোল করেছে, ঊষা করেছে ৪টি। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে।

৬০ মিনিটের ম্যাচ শেষ হতে সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। না, কোনো গোলমাল হয়নি, তবে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে দুই দল বারবার রিভিউ নেওয়ায় সময় ক্ষেপণ হয়েছে অনেক।