সিঙ্গাপুরকে হারানোর পর বাংলাদেশ দলের উচ্ছ্বাস
সিঙ্গাপুরকে হারানোর পর বাংলাদেশ দলের উচ্ছ্বাস

আমিরুল-ঝড়ে উড়ে গেল সিঙ্গাপুর

বাংলাদেশ ৭ : ০ সিঙ্গাপুর

বড় জয় দিয়েই সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) শুরু করেছে বাংলাদেশ। ৭-০ গোলের জয়টা এসেছে আজ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।

বাংলাদেশ দলের সেন্টার ব্যাক আমিরুল ইসলাম একাই হারিয়ে দিয়েছেন সিঙ্গাপুরকে। ৭ গোলের ৫টিই করেছেন তিনি।

আমিরুলের সব গোলই পেনাল্টি কর্নারে। বাকি ২টি গোল রকি ও জয়ের। প্রথম কোয়ার্টারেই বাংলাদেশ ৪টি গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে। দ্বিতীয় কোয়ার্টারে গোল আসে ১টি। তৃতীয় কোয়ার্টারে ২টি। শেষ দিকে গোলের জন্য আর তেমন ঝাঁপায়নি বাংলাদেশ।

টুর্নামেন্টের সর্বশেষ আসরে ওমানে সর্বোচ্চ গোলদাতা ছিলেন আমিরুল। করেছিলেন ৯ গোল। এবার প্রথম ম্যাচের সব আলো কেড়েছেন তিনিই। ইঙ্গিত দিয়েছেন, গতবারের সাফল্যকেও ছাপিয়ে যেতে চান।

আমিরুল একাই ৫ গোল করে ম্যাচসেরা হয়েছেন

সিঙ্গাপুর থেকে প্রথম আলোকে আমিরুল বলেছেন, ‘দিনটা ভালো কেটেছে। পেনাল্টি কর্নারগুলো ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। যে কারণে আমরা বড় জয় পেয়েছি প্রথম ম্যাচেই।’

বাংলাদেশ দলের কোচ হেদায়তুল ইসলামও খুশি। ফোনে বলেন, ‘গতবার আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছিলাম। এবারও লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রথম ম্যাচটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে।’

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে।