সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে বাংলাদেশ
সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারি

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের পদক জয়

ফুটবলে অস্ট্রেলিয়ার সামনে হয়তো দাঁড়াতেই পারবে না বাংলাদেশ। ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতা টুকটাক কিছু আছে। এবার তির–ধনুকের খেলায় বাংলাদেশের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। আর সেটা সিঙ্গাপুরের মাটিতে এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ ৩-এ।

প্রতিযোগিতার শেষ দিনে আজ দুই দল ব্রোঞ্জের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রিকার্ভ পুরুষ দলগত বিভাগে। প্রথম পর্যায়ে লড়াইটা শেষ হয় ৪-৪ সেটে। এরপর টাইব্রেকারে দুই দলের আর্চাররা একটি করে তির ছোড়েন। টাইব্রেকারে বাংলাদেশের আর্চাররা ভালো করেছেন, জয় এসেছে ২৯-২৭ পয়েন্টে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৫-৪ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ব্রোঞ্জজয়ী দলে ছিলেন সাগর ইসলাম, হাকিম আহমেদ ও রামকৃষ্ণ সাহা।

রিকার্ভে হাকিম ব্যক্তিগত বিভাগে ষষ্ঠ হয়েছেন। সাগর হয়েছেন নবম। দিয়া সিদ্দিকীও নবম হয়েছেন। অন্যরা বলার মতো কিছু করতে পারেননি। এ কারণে আরও বেশি পদক জয়ের প্রত্যাশা পূরণ হয়নি বলেছেন বাংলাদেশ আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ।

সামগ্রিক ফলাফলে খুশি নন আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ

সিঙ্গাপুর থেকে তিনি প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আজ আমরা একটা ব্রোঞ্জ জিতেছি, ঠিক আছে। প্রতিযোগিতায় এটাই আমাদের একমাত্র পদক। কিন্তু আরও অন্তত দুই তিনটি পদক আশা করেছিলাম। সেটা না হওয়ার কারণ কিছু ইভেন্টে আমরা ভালো করিনি। মানের দিক থেকেও আমরা পিছিয়ে ছিলাম। সামগ্রিক ফলাফলে আমি খুশি হতে পারছি না। দেশে ফিরে আমাদের আরও কাজ করতে হবে।’

আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ আর্চারি দল। আর্চারদের পরবর্তী গন্তব্য জার্মানির বার্লিনে, যেটি আবার ফ্রেডরিখের শহরও। ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত এই শহরেই হবে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ।