ফটোফিচার

ভোগ-এর প্রচ্ছদে সেরেনা, পূর্বপুরুষের খোঁজে হ্যামিল্টন

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
নামিবিয়ায় ফর্মুলা ওয়ান-এর কিংবদন্তি লুইস হ্যামিল্টন। এমনিতে তিনি ব্রিটিশ, তবে পূর্বপুরুষ আফ্রিকান। সেই পূর্বপুরুষদের অঞ্চল ভ্রমণে বেরিয়েছেন তাই। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অবশেষে আমি আমার উৎসের খোঁজে আফ্রিকা এসেছি...প্রথম এলাম নামিবিয়ায়, আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি।’
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনাল খেলতে হেলসিংকি গেছে রিয়াল মাদ্রিদ। মার্কো আসেনসিওর ইনস্টাগ্রামে পাওয়া গেল সেই বিমানযাত্রার ছবি। ম্যাচটা হবে বাংলাদেশ সময় বুধবার রাত একটায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে এখন ফুরফুরে মেজাজে হার্দিক পান্ডিয়া। সময় কাটছে কন্যার সঙ্গে খেলে।
কোপা সুদামেরিকানার সেমিফাইনালের ফিরতি লেগে লুইস সুয়ারেজের দল নাসিওনাল খেলবে ব্রাজিলের আতলেতিকো গুইয়ানিসের বিপক্ষে। প্রথম লেগটা ১-০ গোলে হারলেও এবার জিতে ফেরার আত্মবিশ্বাস নিয়েই বিমানে চড়েছেন সুয়ারেজরা।
ভারতীয় পেসার মোহাম্মদ শামিও ছুটি কাটাচ্ছেন কন্যাকে নিয়ে। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যে পরিবার অবসরে, ছুটিতে একসঙ্গে সময় কাটায়, তারাই শেষ পর্যন্ত একত্র থাকে।’
ব্রাজিলে এক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন কিংবদন্তি রোনালদিনহো। মাঠে সতীর্থদের সঙ্গে সময়টা যে উপভোগ করেছেন, তার প্রমাণ তো ছবিতেই।
বিখ্যাত ফ্যাশন সাময়িকী ভোগ-এর আসছে সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদে মডেল হয়েছেন সেরেনা উইলিয়ামস ও তাঁর কন্যা। সেই ছবিটাই ভক্তদের আগাম দেখিয়ে দিলেন ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস তারকা।