জয় দিয়ে ৪৫তম দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগ শেষ করেছে বাংলাদেশ। হাঙ্গেরির বুদাপেস্টে আজ শেষ রাউন্ডে দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশ হারিয়েছে ৩-১ পয়েন্টে।
ফিলিস্তিনিদের নির্বিচার হত্যার প্রতিবাদে দশম রাউন্ডে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করা এনামুল হোসেন রাজীব শেষ রাউন্ডে দলে ফিরে জয় পেয়েছেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারও পেয়েছেন পুরো পয়েন্ট। আগের রাউন্ডে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোস্টেইন আইডোরকে হারিয়ে চমক দেখানো মনন রেজা শেষ ম্যাচে ড্র করেছেন। পয়েন্ট ভাগাভাগি করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও।
নারী বিভাগের শেষ ম্যাচে বাংলাদেশ দলের শুধু রানী হামিদই জিতেছেন। টুর্নামেন্টের আট ম্যাচে যেটি তাঁর সপ্তম জয়। টানা ছয় জয়ের পর গত ম্যাচে হেরে যাওয়া ৮১ বছরের রানী হামিদ নিজের অন্যতম সেরা অলিম্পিয়াড শেষ করেছেন আজ। শেষ ম্যাচে ড্র করেছেন নোশিন আনজুম। নুসরাত জাহান ও ওয়াদিফা আহমেদ হেরেছেন। বেলজিয়ামের কাছে ১.৫-২.৫ পয়েন্টে হার দিয়ে বুদাপেস্ট অলিম্পিয়াড শেষ করেছে বাংলাদেশের নারী দল।
নারী বিভাগে ১৮৩টি দলের মধ্যে অষ্টম রাউন্ডে সুইডেনকে ২.৫-১.৫ পয়েন্টে হারিয়ে ২৮তম স্থানে উঠে আসে বাংলাদেশ। কিন্তু নবম রাউন্ডে আর্জেন্টিনার কাছে ৩-১ পয়েন্টে হেরে ৪৩তম এবং দশম রাউন্ড নরওয়ের কাছে .৫-.৩.৫ পয়েন্টে হেরে ৬৩তম স্থানে নেমে যান রানী হামিদরা। শেষ রাউন্ড জেতায় সেরা ৫০–এ থাকার সম্ভাবনা প্রবল বাংলাদেশের। আজ রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সব দলের ম্যাচ শেষ না হওয়ায় চূড়ান্ত অবস্থান ঠিক হয়নি। ২০২২ চেন্নাই অলিম্পিয়াডে বাংলাদেশ নারী দল ৫৬তম হয়েছিল।
উন্মুক্ত বিভাগে এবার দলের সংখ্যা ১৯৭। শেষ পর্যন্ত বাংলাদেশের অবস্থান কী দাঁড়িয়েছে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে সেটি উন্মুক্ত বিভাগে গতবারের ফলাফলের (৬৬তম) চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা কমই। দশম রাউন্ড শেষে যে বাংলাদেশের অবস্থান ছিল ৮৩তম!
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে এবার উন্মুক্ত বিভাগে শক্তি হারিয়েছে বাংলাদেশ। এবারের দলে থাকা অভিজ্ঞ দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজীবের খেলার ধার কমেছে। বাকি তিনজনই তরুণ। মনন রেজা অলিম্পিয়াডে গেছেন প্রথমবার। তাহসিন দ্বিতীয়বার। মনন-তাহসিনদের জন্য অভিজ্ঞতা অর্জনের হলেও ফাহাদ রহমান হারিয়েছেন নিজের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সুযোগ।
টুর্নামেন্টে টানা দশম ম্যাচে বাংলাদেশের প্রথম বোর্ড খেলা ফাহাদ নবম রাউন্ডে লেবাননের ফিদে মাস্টারকে হারালেই লক্ষ্যে পৌঁছাতে পারতেন। সেই ম্যাচে জেতার মতো অবস্থানে থেকেও ড্র করেছেন এই আন্তর্জাতিক মাস্টার। গতকাল দশম রাউন্ডে জিতলেও নর্মের আশা বেঁচে থাকত। কিন্তু সেদিন হেরে সব আশাই শেষ হয়ে যাওয়ায় শেষ রাউন্ডে আজ ফাহাদের জায়গায় আসেন তাহসিন। শেষটা ভালো হলো না ফাহাদের।