৭১ কেজি ওজন শ্রেণির ক্লিন অ্যান্ড জার্কে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মাবিয়া
৭১ কেজি ওজন শ্রেণির ক্লিন অ্যান্ড জার্কে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মাবিয়া

আন্তঃসার্ভিস ভারোত্তোলন

নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী মাবিয়া

আন্তসার্ভিস ভারোত্তোলন প্রতিযোগিতায় নিজের রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের মাবিয়া আক্তার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম–সংলগ্ন ভারোত্তোলন ফেডারেশনের জিমনেশিয়ামে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতার ৭১ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক—দুই বিভাগেই আগের রেকর্ডের চেয়ে তিন কেজি বেশি তুলেছেন গত দুটি এসএ গেমসে দেশের হয়ে সোনাজয়ী এই ভারোত্তোলক।

২০১৪ থেকে জাতীয় চ্যাম্পিয়ন মাবিয়া

গত মার্চে জাতীয় ভারোত্তোলনে স্ন্যাচে ৮১ ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৯ কেজিসহ মোট ওজন তুলেছিলেন ১৮০ কেজি। এবার স্ন্যাচে মাবিয়া তুলেছেন ৮৫ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১১১–সহ মোট ওজন তুলেছেন ১৯৬ কেজি। ২০১৩ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়ন মাবিয়া।

ঘরোয়া প্রতিযোগিতায় মাবিয়া নিজেই এখন নিজের প্রতিদ্বন্দ্বী। এ ব্যাপারে মাবিয়ার কথা, ‘আমি এমনটা চাই না। আমি শক্তি প্রতিদ্বন্দ্বিতা চাই। আমি চাই আমাতে চ্যালেঞ্জ জানাতে আরও ভারোত্তোলক উঠে আসুক। তবে ব্যক্তিগতভাবে নিজের রেকর্ড ভেঙে আমি আনন্দিত, এটা বলতেই হয়।’

ঘরোয়া প্রতিযোগিতায় অপ্রতিদ্বন্দ্বী হলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে পারছেন না মাবিয়া। এ ব্যাপারে সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাই বললেন তিনি, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে ভারোত্তোলকদের নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সেটিতে আমরা পিছিয়ে থাকি।’